Job Title: Various Positions at WARPO
Organization: Water Resources Planning Organization (WARPO) Job Circular 2024
Location: Bangladesh
Description:
WARPO is seeking qualified Bangladeshi citizens to fill various positions on a temporary basis. The positions are:
- Cartographer (10th Grade)
- Cashier (14th Grade)
- Driver (16th Grade)
- Security Guard (20th Grade)
- Office Assistant (20th Grade)
Eligibility:
- Must be a Bangladeshi citizen
- Must be between the ages of 18 and 30 years old
- Must have the required educational qualifications and experience
How to Apply:
To apply, please visit the WARPO website and fill out the online application form. The application deadline is July 21, 2024.
Additional Information:
- For more information about the positions, please visit the WARPO website.
- If you have any questions, please contact WARPO at admn@warpo.gov.bd.
- Bangladesh Investment Development Authority Job Circular 2025
- জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- ELECTRICITY GENERATION COMPANY Job Circular 2025
পানি সম্পদ মন্ত্রণালয়
নিয়োগ বিজ্ঞপ্তি
পানি সম্পদ পরিকল্পনা সংস্থার রাজস্বখাতভুক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য নিম্নোক্ত পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অন-লাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে|পরীক্ষায় অংশ গ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://warpo.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: ক. i Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০১/০৭/২০২৪ সকাল ০৯.০০ ঘটিকা ii Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২১/০৭/২০২৪ রাত ১২.০০ ঘটিকা
তারিখ: ২৩/০৬/২০২৪ খ্রিঃ
ক্রমিক নং | পদের নাম ও বেতন স্কেল (জা. বে. স্কেল, ২০১৫ অনুযায়ী) | বয়স | পদের সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা | যে সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন |
---|---|---|---|---|---|
১ | কার্টোগ্রাফার (১০তম গ্রেড) ১৬০০০-৩৮৬৪০/- টাকা | ১৮-৩০ বছর | ০১ (এক) টি | কার্টোগ্রাফিতে ৫ বৎসরের অভিজ্ঞতা। | ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে, এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। |
২ | ক্যাশিয়ার (১৪তম গ্রেড) ৯০০০০-৮০/-, টাকা | ১৮-৩০ বছর | ০১ (এক) টি | বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রীসহ করণিক হিসাবে সরকারি বা আধা-সরকারি সংস্থায় ৫ বৎসরের চাকুরী। | ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। |
৩ | গাড়িচালক (১৬তম গ্রেড) ৯৩০০-২২৪৯০/- টাকা | ১৮-৩০ বছর | ০৩ (তিন) টি | বৈধ লাইসেন্সসহ সংশ্লিষ্ট মোটরযান চালনায় ৩ বৎসরের অভিজ্ঞতা। | ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। |
81 | নিরাপত্তা প্রহরী (২০তম গ্রেড) ৮২৫০-২০০১০/- টাকা | ১৮-৩০ বছর | ০১ (এক) টি | ৮ম শ্রেণী উত্তীর্ণ। | ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। |
৫ | অফিস সহায়ক (২০তম গ্রেড) ৮২৫০-২০০১০/- টাকা | ১৮-৩০ বছর | ০২ (দুই) টি | এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। | ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। |
- Bangladesh Investment Development Authority Job Circular 2025
- জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- ELECTRICITY GENERATION COMPANY Job Circular 2025
আবেদনের শর্তাবলীঃ
০১। আবেদনকারীর বয়স নিম্নবর্ণিতভাবে নির্ধারিত হবে: ক. প্রার্থীর বয়সসীমা ৩০/০৬/২০২৪ খ্রিঃ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের পার্শ্বে উল্লেখিত বয়সসীমার মধ্যে হতে হবে। খ. বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র/ কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৩২ বছর।
০২। চাক রির জন্য আবেদন আগামী ০১/০৭/২০২৪ খ্রিঃ তা রিখ সকাল ৯.০০ ঘটিকা হতে ২১/০৭/২০২৪ খ্রিঃ তারিখ রাত ১২:০০ ঘটিকা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি/ডাকযোগে কোন দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল মর্মে গণ্য হবে।
০৩। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রাদি প্রদর্শন করতে হবে: ক. মুক্তিযোদ্ধা, আনসার, ভিডিপি, এতিম, প্রতিবন্ধী, উপজাতি প্রভৃতি কোটার স্বপক্ষে অবশ্যই উপযুক্ত প্রমাণপত্র। খ. সদ্য তোলা ০৩ (তিন) কপি সত্যায়িত পাসপোর্ট আকারের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কিত সকল প্রকার সনদপত্রের ফটোকপি, জন্মনিবন্ধন সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। গ. সকল সরকারি, আধা সরকারি, ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি পত্র সঙ্গে আনতে হবে। ঘ. অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য করা হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য, নিয়োগ কার্যক্রমের যে কোন পর্যায়ে বা নিয়োগদানের পরেও অসত্য/ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে আবেদনপত্র নির্বাচন বা নিয়োগ সরাসরি বাতিল করা হবে। ঙ. মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী (বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যাগণের পুত্র-কন্যা) প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র। চ. আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যাগণের পুত্র-কন্যা হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লখপূর্বক ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। ছ. অন্যান্য কোটা যেমন প্রতিবন্ধী কোটায় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন/সনদপত্র।
০৪। পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
০৫। আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
০৬। নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/পরিবর্তন/পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়:
পরীক্ষায় অংশ গ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://warpo.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: ক. i Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০১/০৭/২০২৪ সকাল ০৯.০০ ঘটিকা ii Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২১/০৭/২০২৪ রাত ১২.০০ ঘটিকা
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
শতবর 100
খ. Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।
গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
- Bangladesh Investment Development Authority Job Circular 2025
- জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- ELECTRICITY GENERATION COMPANY Job Circular 2025
SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:
Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copy তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য, ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি নিশ্চিত করে PDF copy ডাউনলোড ও রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত Applicant’s copy প্রার্থী রঙিন প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk prepaid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার অফেরৎযোগ্য ফি বাবদ নিম্নবর্ণিত হারে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন:
পদের নাম | পরীক্ষার ফি | Teletalk এর সার্ভিস চার্জ | মোট |
---|---|---|---|
কার্টোগ্রাফার | ৪০০/- টাকা | ৪৮/- টাকা | ৪৪৮/- টাকা |
ক্যাশিয়ার | ৩০০/- টাকা | ৩৬/- টাকা | ৩৩৬/- টাকা |
গাড়িচালক | ৩০০/- টাকা | ৩৬/- টাকা | ৩৩৬/- টাকা |
নিরাপত্তা প্রহরী | ২০০/- টাকা | ২৪/- টাকা | ২২৪/- টাকা |
অফিস সহায়ক | ২০০/- টাকা | ২৪/- টাকা | ২২৪/- টাকা |
বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম SMS: WARPOUser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: WARPO ABCDEF
Reply: Applicant’s Name, Tk—-will be charged as Application fee. Your PIN is—-. To pay fee Type WARPOYesPIN and send to 16222
দ্বিতীয় SMS: WARPOYesPIN লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: WARPO YES 12345678
- Bangladesh Investment Development Authority Job Circular 2025
- জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- ELECTRICITY GENERATION COMPANY Job Circular 2025
Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for WARPO application for post Name User ID is (ABCDEF) and Passwor (xxxxxxxx).
প্রবেশ পত্র প্রাপ্তির বিষয়টি http://warpo.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায়, উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিকভাবে অনুসরন করা বাঞ্ছনীয়।
SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহনের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন হতে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
i. User ID জানা থাকলে: WARPOHelpUserUser ID & Send to 16222 নম্বরে। Example: WARPO Help User ABCDEF & send to 16222
ii. Pin Number জানা থাকলে: WARPOHelpPINPIN No & Send to 16222 নম্বরে। Example: WARPO Help PIN 12345678 & send to 16222.
অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোন মাধ্যমে থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও http://warpo.gov.bd ওয়েবসাইটে এবং http://warpo.teletalk.com.bd অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। বিজ্ঞাপনে উল্লিখিত পদ/পদসমুহের চুড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটানীতি অনুসরণ করা হবে।
Online এ আবেদন করতে কোন সমস্যা হলে যেকোন টেলিটক মোবাইল থেকে ১২১ এ কল করুন অথবা s.quary@teletalk.com.bd এই ই-মেইলে যোগাযোগ করা যাবে। (Mail এর Subject-এ Organization Name: WARPO, Post Name, Applicant’s User ID ও contact number অবশ্যই উল্লেখ করতে হবে।)
E-mail: admn@warpo.gov.bd
- Bangladesh Investment Development Authority Job Circular 2025
- জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- ELECTRICITY GENERATION COMPANY Job Circular 2025
