নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড (NPCBL)
Nuclear Power Plant Company Bangladesh Limited (An Enterprise of Bangladesh Atomic Energy Commission)
তারিখ: ০৪ জুন ২০২৪
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের Security & Physical Protection Service Division-এর জনবল নিয়োগ বিজ্ঞপ্তি
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর অধীনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের Security & Physical Protection Service Division-এ জনবল নিয়োগের নিমিত্ত নিম্নের বর্ণনামোতাবেক বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:
পদের নাম ও গ্রেড | প্রাথমিক মাসিক মূল বেতন (টাকা) | আবশ্যকীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা | ন্যূনতম অভিজ্ঞতা | পদ-ভিত্তিক অতিরিক্ত যোগ্যতা |
---|---|---|---|---|
হেড অফ সিকিউরিটি এন্ড ফিজিক্যাল প্রোটেকশন সার্ভিস ম্যানেজমেন্ট [গ্রেড-৫] | মূল বেতন: ১,০৯,২০০/- | সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোন বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে স্নাতক (৪ বছর)/ স্নাতকোত্তর ডিগ্রি বা যেকোন বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি | ন্যূনতম ১০ বছর | (১) নতুন সিকিউরিটি ইউনিট/দল গঠনের অভিজ্ঞতা (২) নিরাপত্তা ও গোয়েন্দা তথ্যাদি সংগ্রহ ও বিশ্লেষণ এবং Threat Assessment সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা (৩) সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জ্ঞান (৪) আন্তঃ-এজেন্সি সহযোগিতা ও সমন্বয়ের অভিজ্ঞতা |
হেড অফ সিকিউরিটি ইউনিট [গ্রেড-৬] | মূল বেতন: ৮৪,০০০/- | সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোন বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে স্নাতক (৪ বছর)/ স্নাতকোত্তর ডিগ্রি বা যেকোন বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি | ন্যূনতম ৭ বছর | (১) কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় অ্যাক্সেস ব্যবস্থাপনার অভিজ্ঞতা (২) কম্পিউটার ও আইটি বিষয়ে দক্ষতা |
এনপিপি স্টেশন সিকিউরিটি এন্ড ফিজিক্যাল প্রোটেকশন শিফট সুপারভাইজার [গ্রেড-৬] | মূল বেতন: ৮৪,০০০/- | সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোন বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে স্নাতক (৪ বছর)/ স্নাতকোত্তর ডিগ্রি বা যেকোন বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি | ন্যূনতম ৭ বছর | (১) কম্পিউটার ও আইটি বিষয়ে দক্ষতা |
হেড অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনিক্যাল ডিপার্টমেন্ট [গ্রেড-৫] | মূল বেতন: ১,০৯,২০০/- | সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোন বিশ্ববিদ্যালয় থেকে সিকিউরিটি স্টাডিজ বিষয়ে স্নাতক (৪ বছর)/ স্নাতকোত্তর ডিগ্রি বা ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল/ ইলেক্ট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি | ন্যূনতম ১০ বছর | – |
হেড অফ ফিজিক্যাল প্রোটেকশন ডিউটি ডিপার্টমেন্ট [গ্রেড-৫] | মূল বেতন: ১,০৯,২০০/- | সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোন বিশ্ববিদ্যালয় থেকে সিকিউরিটি স্টাডিজ বিষয়ে স্নাতক (৪ বছর)/ স্নাতকোত্তর ডিগ্রি বা ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল/ ইলেক্ট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি | ন্যূনতম ১০ বছর | (১) নিরাপত্তা ও গোয়েন্দা তথ্যাদি সংগ্রহ ও বিশ্লেষণ এবং Threat Assessment সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা (২) আন্তঃ-এজেন্সি সহযোগিতা ও সমন্বয়ের অভিজ্ঞতা |
ডেপুটি হেড অফ ফিজিক্যাল প্রোটেকশন ডিউটি ডিপার্টমেন্ট [গ্রেড-৬] | মূল বেতন: ৮৪,০০০/- | সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোন বিশ্ববিদ্যালয় থেকে সিকিউরিটি স্টাডিজ বিষয়ে স্নাতক (৪ বছর)/ স্নাতকোত্তর ডিগ্রি বা ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল/ ইলেক্ট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি | ন্যূনতম ৭ বছর | – |
সাধারণ নির্দেশনা:
- শুধুমাত্র প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। আবেদনপত্রে কোন প্রকার ত্রুটি থাকলে তা বাতিল বলে গণ্য হবে।
- আবেদনপত্র পূরণ করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। ভুল তথ্য প্রদান বা অসত্য তথ্য প্রদান করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
- আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় দলিলাদি সংযুক্ত করতে হবে।
- নির্বাচিত প্রার্থীদেরকে যথাসময়ে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে।
- আবেদনপত্রের সাথে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার জমা দিতে হবে।
অনলাইনে আবেদন প্রক্রিয়া:
- প্রার্থীরা “Online Application Form” এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্র গ্রহণ শুরু হবে ০৫.০৬.২০২৪ থেকে এবং শেষ হবে ১৯.০৬.২০২৪ তারিখে ৫:০০ পিএম পর্যন্ত।
- আবেদনপত্র জমা দিতে হবে http://npcbl.teletalk.com.bd ওয়েবসাইটে।
- আবেদনপত্র পূরণের সময় প্রার্থীদেরকে একটি সঠিক মোবাইল নম্বর প্রদান করতে হবে।
আরো বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: রূপপুর এনপিপি ওয়েবসাইট বা এনপিসিবিএল পোর্টাল
- Bangladesh Investment Development Authority Job Circular 2025
- জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- ELECTRICITY GENERATION COMPANY Job Circular 2025
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড (NPCBL)
Nuclear Power Plant Company Bangladesh Limited
বাংলাদেশ শক্তি পরমাণু কমিশন (An Enterprise of Bangladesh Atomic Energy Commission)
শান্তি ও সমৃদ্ধির জন্য পারমাণবিক শক্তি
নং: ৩৯.১০.0000.102.11.003.28-231
তারিখ: ০৪ জুন ২০২৪
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের Security & Physical Protection Service Division-এর জনবল নিয়োগ বিজ্ঞপ্তি
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর অধীনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের Security & Physical Protection Service Division-এর জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
গ্রেড, প্রাথমিক মাসিক বেতন এবং পদসংখ্যা
পদের নাম | গ্রেড | প্রাথমিক মাসিক বেতন (টাকা) | আবশ্যকীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা | পদসংখ্যা |
---|---|---|---|---|
হেড অফ সিকিউরিটি এন্ড ফিজিক্যাল প্রোটেকশন সার্ভিস ম্যানেজমেন্ট | গ্রেড-৫ | ১,০৯,২০০ | সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোন বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে স্নাতক (৪ বছর)/ স্নাতকোত্তর ডিগ্রি বা যেকোন বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি; সশস্ত্রবাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোন আইন শৃংখলা রক্ষাকারী সংস্থায় গ্রেড-৬ পদে ন্যূনতম ২ (দুই) বছরসহ প্রথম শ্রেণির কর্মকর্তাহিসেবে ন্যূনতম ১০ (দশ) বছর চাকুরির অভিজ্ঞতা। | ০১ |
হেড অফ সিকিউরিটি ইউনিট | গ্রেড-৬ | ৮৪,০০০ | সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোন বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে স্নাতক (৪ বছর)/ স্নাতকোত্তর ডিগ্রি বা যেকোন বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি; সশস্ত্রবাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোন আইন শৃংখলা রক্ষাকারী সংস্থায় প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ন্যূনতম ৭ (সাত) বছর চাকুরির অভিজ্ঞতা। | ০১ |
এনপিপি স্টেশন সিকিউরিটি এন্ড ফিজিক্যাল প্রোটেকশন শিফট সুপারভাইজার | গ্রেড-৬ | ৮৪,০০০ | সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোন বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে স্নাতক (৪ বছর)/ স্নাতকোত্তর ডিগ্রি বা যেকোন বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি; সশস্ত্রবাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোন আইন শৃংখলা রক্ষাকারী সংস্থায় প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ন্যূনতম ৭ (সাত) বছর চাকুরির অভিজ্ঞতা। | ০৭ |
হেড অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনিক্যাল ডিপার্টমেন্ট | গ্রেড-৫ | ১,০৯,২০০ | সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোন বিশ্ববিদ্যালয় থেকে সিকিউরিটি স্টাডিজ বিষয়ে স্নাতক (৪ বছর)/ স্নাতকোত্তর ডিগ্রি বা ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল / ইলেক্ট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি; সশস্ত্রবাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোন আইন শৃংখলা রক্ষাকারী সংস্থায় গ্রেড-৬ পদে ন্যূনতম ২ (দুই) বছরসহ প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ন্যূনতম ১০ (দশ) বছর চাকুরির অভিজ্ঞতা। | ০১ |
হেড অফ ফিজিক্যাল প্রোটেকশন ডিউটি ডিপার্টমেন্ট | গ্রেড-৫ | ১,০৯,২০০ | সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোন বিশ্ববিদ্যালয় থেকে সিকিউরিটি স্টাডিজ বিষয়ে স্নাতক (৪ বছর)/ স্নাতকোত্তর ডিগ্রি বা ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল / ইলেক্ট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি; সশস্ত্রবাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোন আইন শৃংখলা রক্ষাকারী সংস্থায় গ্রেড-৬ পদে ন্যূনতম ২ (দুই) বছরসহ প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ন্যূনতম ১০ (দশ) বছর চাকুরির অভিজ্ঞতা। | ০১ |
ডেপুটি হেড অফ ফিজিক্যাল প্রোটেকশন ডিউটি ডিপার্টমেন্ট | গ্রেড-৬ | ৮৪,০০০ | সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোন বিশ্ববিদ্যালয় থেকে সিকিউরিটি স্টাডিজ বিষয়ে স্নাতক (৪ বছর)/ স্নাতকোত্তর ডিগ্রি বা ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল / ইলেক্ট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি; সশস্ত্রবাহিনী, বাংলাদেশ পুলিশ বা অন্য কোন আইন শৃংখলা রক্ষাকারী সংস্থায় প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ন্যূনতম ৭ (সাত) বছর চাকুরির অভিজ্ঞতা। | ০১ |
অতিরিক্ত সাধারণ যোগ্যতা:
- কোন কেপিআই বা অনুরূপ ক্রিটিক্যাল সরকারি/স্বায়ত্বশাসিত বা অনুরূপ ফ্যাসিলিটি/স্থাপনার নিরাপত্তা ব্যবস্থাপনা কাজের অভিজ্ঞতা।
- প্রতিকূল পরিস্থিতিতে/প্রতিকূল পরিবেশে কিংবা চাপযুক্ত পরিস্থিতিতে সুষ্ঠুভাবে নিরাপত্তা সংক্রান্ত কার্যাদি পরিচালনা ও ব্যবস্থাপনা বা নিরাপত্তা/আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট ক্রাইসিস ম্যানেজমেন্টের অভিজ্ঞতা।
- নেতৃত্ব প্রদানের ক্ষমতা।
- কম্পিউটার অ্যাপ্লিকেশনে বিশেষভাবে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ও এমএস পাওয়ার পয়েন্ট এবং ইউনিকোড টাইপিং-এ দক্ষতা।
- মৌখিক ও লিখিত উভয় ক্ষেত্রে বাংলা ও ইংরেজি ভাষায় উৎকৃষ্ট যোগাযোগ দক্ষতা।
- নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জাতীয়/আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো প্রশংসাপত্র/সনদ।
আবশ্যকীয় অন্যান্য যোগ্যতা:
- প্রতিটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ/সিজিপিএ ৫.০০ এর মধ্যে ৩.০০ অথবা ৪.০০ এর মধ্যে ২.৫০ থাকতে হবে। (তবে সনাতন ফলাফল পদ্ধতির অধীন প্রতিটি পাবলিক পরীক্ষায় ২ য় শ্রেণি/বিভাগ প্রাপ্তগণ আবেদন করতে পারবেন)।
- কাজের প্রকৃতি বিবেচনায় কেবল পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
- শারীরিক যোগ্যতা/মাপ: ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ন্যূনতম বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি এবং ওজন বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত ন্যূনতম পরিমাপের থাকতে হবে।
- আবেদনের শেষ তারিখে সর্বোচ্চ বয়সসীমা: গ্রেড-৫ ও গ্রেড-৬ এর ক্ষেত্রে ৫০ বছর এবং গ্রেড-৯ এর ক্ষেত্রে ৫৪ বছর।
বেতন, সুযোগ-সুবিধা ও অন্যান্য শর্তাবলি:
- নির্বাচিত প্রার্থীকে প্রবেশনকালীন ২ (দুই) বছর অতিক্রম করতে হবে; প্রবেশনকাল সফলভাবে সমাপ্তিতে এনপিসিবিএল-এ চাকরি নিয়মিতকরণ/নিশ্চিতকরণ করা হবে।
- কর্মস্থল হবে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বা এনপিসিবিএল কর্তৃক নির্ধারিত যেকোন স্থানে।
- প্রবেশনকালে উপরের টেবিলে বর্ণিত হারে মাসিক মূল বেতন ও বিধি মোতাবেক উৎসব ভাতা এবং প্রকল্প সাইটে কর্মকালীন মূল বেতনের ৪০% হারে প্রকল্প ভাতা প্রদান করা হবে।
- এনপিসিবিএল-এর চাকরি নিয়মিতকরণের পর উপরের টেবিলে বর্ণিত মূল বেতন ও পারিবারিক আবাসন সুবিধা (অথবা পারিবারিক আবাসন সুবিধা না দিতে পারলে মূল বেতনের ৪০% – ৬০% হারে বাড়িভাড়া ভাতা) এবং প্রযোজ্যতা অনুসারে মূল বেতনের ৪০% হারে প্রকল্প ভাতা বা বিদ্যুৎকেন্দ্র ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, যৌথ বীমা, কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি সহ অন্যান্য প্রান্তিক সুবিধাদি এনপিসিবিএল-এর বিধিমালা/নীতিমালা অনুসারে প্রদান করা হবে।
- যোগদানকারীকে তার যোগদানের সময় এ মর্মে অঙ্গীকার নামা (Surety Bond) দাখিল করতে হবে যে, তিনি এনপিসিবিএল-এ যোগদানের তারিখ থেকে কমপক্ষে ১০ (দশ) বছর [প্রযোজ্যতা অনুসারে ৬০ (ষাট) বছর বয়স পূর্তি পর্যন্ত] চাকরি করবেন এবং যদি এনপিসিবিএল-এ ১০ (দশ) বছর চাকরি সমাপ্তির পূর্বে [প্রযোজ্যতা অনুসারে ৬০ (ষাট) বছর বয়স পূর্তিপূর্বে] স্বেচ্ছায় এনপিসিবিএল ত্যাগ করেন তবে তিনি এনপিসিবিএল, সরকার বা অন্য যেকোন কর্তৃপক্ষ কর্তৃক তার জন্য ব্যয়কৃত সমুদয় অর্থ এনপিসিবিএল-এর অনুকূলে পরিশোধ করতে বাধ্য থাকবেন।
- এনপিসিবিএল-এ যোগদানের সময় যোগদানকারীকে গোপনীয়তা এবং নিরাপত্তা সংক্রান্ত একটি ঘোষণাপত্র দাখিল করতে হবে; এবং ঘোষণা মোতাবেক যোগদানকারীকে কোম্পানি বা রাষ্ট্রের বা সরকারের বা কোনো এনপিপির নিরাপত্তার জন্য ক্ষতিকর বলে প্রতীয়মান হলে কর্তৃপক্ষ কোনো ক্ষতিপূরণ ছাড়াই চাকুরির অবসায়নসহ যেকোনো আইনি ব্যবস্থাগ্রহণ করতে পারবে।
আবেদন ও নির্বাচন পদ্ধতি:
- আগ্রহী প্রার্থীকে “Online Application Form” এর মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের সময় প্রয়োজনীয় তথ্যসহ প্রার্থীর স্ক্যানকৃত ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। ০৬.০৬.২০২৪ তারিখ থেকে ৩০.০৬.২০২৪ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। http://npcbl.teletalk.com.bd ঠিকানায় “Online Application Form” পাওয়া যাবে।
- প্রার্থীকে অনলাইনে আবেদন দাখিলের পূর্বের যে-কোন তারিখে “আবেদনের বিষয়ে নিয়োগকর্তা কর্তৃক ইস্যুকৃত অনাপত্তিপত্র (NOC)” সংগ্রহ করতে হবে যা মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।
- প্রত্যেক প্রার্থীকে তার আবেদন নিশ্চিতকরণের জন্য http://npcbl.teletalk.com.bd ঠিকানায় উল্লেখিত নির্দেশনা অনুসরণ করে যেকোন Teletalk Mobile Connection থেকে এসএমএস (SMS) এর মাধ্যমে অফেরতযোগ্য ৫০০/- (পাঁচশত) টাকা পরিশোধ করতে হবে।
- লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই ও প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র প্রাপ্তিসাপেক্ষে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। বিদেশী সনদধারীদের মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সমমানের সনদ প্রদর্শন করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ/ভাতা প্রদান করা হবে না।
- যেকোন ধরণের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।
- এনপিসিবিএল কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই পদ-সংখ্যা বৃদ্ধি/হ্রাস করার এবং যেকোন বা সকল আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
বিস্তারিত তথ্যের জন্য দয়া করে ভিজিট করুন: www.rooppurnpp.gov.bd অথবা http://npcbl.portal.gov.bd
- Bangladesh Investment Development Authority Job Circular 2025
- জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- ELECTRICITY GENERATION COMPANY Job Circular 2025


- Bangladesh Investment Development Authority Job Circular 2025
- জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- ELECTRICITY GENERATION COMPANY Job Circular 2025
