জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

bd jobs 2024

নিয়োগ বিজ্ঞপ্তি

জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ),বাংলাদেশের ৫০টি জেলায় মাইক্রোফাইন্যান্স কর্মসূচি বাস্তবায়ন করছে। উক্ত কর্মসূচির আওতায় ঋণ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে জনবল নিয়োগের জন্য উপযুক্ত বাংলাদেশী প্রার্থীর নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

জোনাল ম্যানেজার (উপ-সহকারী পরিচালক): ৬ জন

মাসিক বেতন সর্বসাকুল্যে ৭০,০৫০ টাকা এছাড়া সংস্থার নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাদি। শিক্ষানবিশকাল ৬ মাস। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণ করা হবে। যোগদানের তারিখ হতে বাৎসরিক সন্তোষজনক কর্মমূল্যায়নেরভিত্তিতে পরবর্তী বেতন বৃদ্ধি বিবেচনা করা হবে।

সুযোগ সুবিধাসমূহ:

বেতন ভাতা ছাড়াও সংস্থার নিয়মানুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট, উৎসবভাতা, সিপিএফ, গ্রাচুইটি, বৈশাখী ভাতা, ইনসেনটিভ বোনাস, লাঞ্চ ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, মোবাইল বিল, পেনশন সুবিধা, মোটরসাইকেল ঋণ সুবিধা, সন্তানের শিক্ষাভাতাসহ অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। এছাড়াও নির্ধারিত মেয়াদান্তে যোগ্যতা, দক্ষতা ও কর্ম মূল্যায়নেরভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

স্নাতকোত্তর। সকল পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ/শ্রেণী থাকতে হবে। গ্রেড পদ্ধতির ক্ষেত্রে: ৪.০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২.০০ এবং ৫.০০ মাত্রার স্কেলে কমপক্ষে ২.৫০ মানের সিজিপিএ থাকতে হবে। ঋণ কর্মসূচিতে ১ বছর জোনাল ম্যানেজার/সমপদে (কমপক্ষে ১৫টি শাখা পরিচালনা করার অভিজ্ঞতা) দায়িত্বপালনসহ ঋণ কর্মসূচিতে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর। কর্মস্থল: বাংলাদেশের যে কোন অঞ্চল।

নির্বাহী পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) বরাবর জীবনবৃত্তান্তসহ আবেদন করতে হবে।

ইতোপূর্বে সংস্থার চাকরি হতে অব্যাহতি প্রাপ্ত হয়েছেন, পদত্যাগ করেছেন, নারী ও শিশু নির্যাতন, যৌন শোষন এবং যৌন হয়রানী ও যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই। jcf.org.bd অথবা bdjobs.com এ নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত দেখা যাবে।

আবেদন পাঠানোর ঠিকানা:

জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ), প্রধান কার্যালয়, ৪৬ মুজিব সড়ক, যশোর-৭৪০০/ ই-মেইল: job.jcf@gmail.com। আবেদনের শেষ তারিখ: ৬ জুলাই ২০২৪।

bd jobs 2024
bd_job_news_2024