ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর
ভূমি ভবন ৯৮, শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, তেজগাঁও, ঢাকা- ১২০৮।
Web: www.dlrs.gov.bd
স্মারক নং: ৩১.০৩.০০০০.০০২.১১.০১৪.২৪-৪৪৪
পুনঃ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি
তারিখ: ০৬ অগ্রহায়ন ১৪৩১ বঙ্গাব্দ / ২১ নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ
বিষয়: ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভূক্ত শূন্য পদে অস্থায়ী নিয়োগ।
সংক্ষিপ্ত বিবরণ:
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভূক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট থেকে http://dlrs.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। অনলাইন (online) ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। ইতোপূর্বে আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
- Bangladesh Investment Development Authority Job Circular 2025
- জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- ELECTRICITY GENERATION COMPANY Job Circular 2025
ক্রমিক | পদের নাম | গ্রেড ও বেতন স্কেল | পদ সংখ্যা | ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
---|---|---|---|---|
০১. | সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর | গ্রেড-১৩ ১১০০০-২৬৫৯০/- | ০৫ টি | (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রী; (খ) কম্পিউটার চালনায় দক্ষতা; এবং (গ) সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজীতে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজীতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ। |
০২. | সার্ভেয়ার | গ্রেড-১৪ ১০২০০-২৪৬৮০/- | ৮৫ টি | (ক) কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ৪ (চার) বৎসর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি। |
০৩. | ট্রাভার্স সার্ভেয়ার | গ্রেড-১৫ ৯৭০০-২৩৪৯০/- | ০৪ টি | (ক) কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ৪ (চার) বৎসর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি। |
০৪. | কম্পিউটর | গ্রেড-১৫ ৯৭০০-২৩৪৯০/- | ০৮ টি | (ক) কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ৪ (চার) বৎসর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি। |
০৫. | ড্রাইভার | গ্রেড-১৫ ৯৭০০-২৩৪৯০/- | ১২ টি | (ক) কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স। |
০৬. | নাজির কাম ক্যাশিয়ার | গ্রেড-১৬ ৯৩০০-২২৪৯০/- | ১৭ টি | (ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার চালনায় দক্ষতা; এবং |
০৭. | অফিস সহকারী-কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক | গ্রেড-১৬ ৯৩০০-২২৪৯০/- | ২১ টি | (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজীতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ। (ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার চালনায় দক্ষতা; এবং |
০৮. | পেশকার | গ্রেড-১৬ ৯৩০০-২২৪৯০/- | ৩৭৮ টি | (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজীতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ। (ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার চালনায় দক্ষতা; এবং |
০৯. | রেকর্ড কিপার | গ্রেড-১৬ ৯৩০০-২২৪৯০/- | ২৯১ টি | (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজীতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ। (ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) কম্পিউটার চালনায় দক্ষতা। |
১০. | খারিজ সহকারী | গ্রেড-১৬ ৯৩০০-২২৪৯০/- | ৪৭৪ টি | (ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার চালনায় দক্ষতা; এবং |
১১. | যাঁচ মোহরার | গ্রেড-১৬ ৯৩০০-২২৪৯০/- | ৪২২ টি | (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজীতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ। (ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার চালনায় দক্ষতা। |
১২. | কপিষ্ট কাম বেঞ্চ সহকারী | গ্রেড-১৬ ৯৩০০-২২৪৯০/- | ৪৮০ টি | (ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার চালনায় দক্ষতা; এবং |
১৩. | অফিস সহায়ক | গ্রেড-২০ ৮২৫০-২০০১০/- | ১৮২ টি | (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজীতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
১৪. | চেইনম্যান | গ্রেড-২০ ৮২৫০-২০০১০/- | ১৪৫ টি | কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |


শর্ত ও নিয়মাবলী:
০১. কোটা সংক্রান্ত বিধিবিধান: জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৮ শ্রাবণ ১৪৩১/২৩ জুলাই ২০২৪ তারিখের ০৫.০০.০০০০.১৭০.১১.০১৪.২৪-১৪১ নং প্রজ্ঞাপনে উল্লিখিত কোটা সংক্রান্ত বিধিবিধান এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধ্যাদেশ নং ১১, ২০২৪ অনুসরণ করা হবে।
০২. আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী:
- ক. আবেদনের সময়সীমা:
- Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৬/১১/২০২৪ খ্রিষ্টাব্দ সকাল ১০:০০ ঘটিকা।
- Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৯/১২/২০২৪ খ্রিষ্টাব্দ বিকাল ৫.০০ ঘটিকা।
- User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
- খ. ছবি ও স্বাক্ষর Upload: Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৮০ Pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
- গ. তথ্যের সঠিকতা: Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে। Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
- ঘ. প্রিন্ট কপি সংরক্ষণ: প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় ০১ (এক) কপি জমা দিবেন।
- ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:
- প্রথম SMS: DLRSUser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: DLRS ABCDEF & Send to 16222.
- দ্বিতীয় SMS: DLRSYesPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: DLRS YES 12345678.
- পরীক্ষার ফি: ০১ হতে ১২ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য ২২৩/- টাকা এবং ক্রমিক ১৩ ও ১৪ এ বর্ণিত পদের জন্য ১১২/- টাকা।
- চ. প্রবেশপত্র প্রাপ্তি: http://dlrs.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে।
- ছ. User ID এবং Password পুনরুদ্ধার:
- User ID জানা থাকলে: DLRSHelpUserUser ID & send to 16222.
- PIN Number জানা থাকলে: DLRSHelpPIN PIN Number & send to 16222.
- জ. বিজ্ঞপ্তি ও তথ্য: পত্রিকা ছাড়াও http://dlrs.teletalk.com.bd এবং https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে বিজ্ঞপ্তি ও তথ্য পাওয়া যাবে।
- ঝ. যোগাযোগ: অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। https://www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাবে।
- ঞ. ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে প্রদত্ত তথ্যের সত্যতা ঘোষণা করতে হবে। মিথ্যা তথ্য প্রদানের ফলে প্রার্থিতা বাতিল এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
০৩. চূড়ান্ত সিদ্ধান্ত: Online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
০৪. বয়স সীমা: সকল পদে ২৬/১১/২০২৪ খ্রি. তারিখে প্রার্থীর বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ইতঃপূর্বে আবেদনকারীদের ক্ষেত্রে পূর্ববর্তী বিজ্ঞপ্তির বয়সের শর্ত বহাল থাকবে।
০৫. কর্মরত প্রার্থীদের জন্য: সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত/অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
০৬. প্রার্থী নির্বাচন: প্রার্থী নির্বাচনে সরকারি বিধিবিধান অনুসরণ করা হবে।
০৭. মৌখিক পরীক্ষায় প্রয়োজনীয় দলিল: শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, অনলাইনে আবেদনের প্রিন্টেড কপি ও অন্যান্য সনদের মূলকপি।
০৮. এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসাবে আবেদন: গ্রহণযোগ্য নয়।
০৯. চূড়ান্ত নিয়োগ: লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশ করা হবে।
১০. পরীক্ষায় অংশগ্রহণ: লিখিত, মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কোন টি.এ/ডি.এ প্রদান করা হবে না।
১১. নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল/সংশোধন: অনিবার্য কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল/প্রত্যাহার/সংশোধন করার সম্পূর্ণ ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
