বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রাজস্ব খাতে নিম্নবর্ণিত শূন্যপদসমূহ নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে নিম্নলিখিত শর্তে Online এ আবেদনপত্র আহবান করা যাচ্ছে:

নিয়োগ বিজ্ঞপ্তি

তারিখ: ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রাজস্ব খাতে নিম্নবর্ণিত শূন্যপদসমূহ নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে নিম্নলিখিত শর্তে Online এ আবেদনপত্র আহবান করা যাচ্ছে:

ক্রমিক নংপদের নাম (বেতন স্কেল ও গ্রেড)পদ সংখ্যাবয়সসীমানিয়োগ যোগ্যতা
১)পরীক্ষক (পরীক্ষণ) রসায়ন (রসায়ন পরীক্ষণ উইং, গ্রেড-০৯, ৳ ২২০০০-৫৩০৬০/-)১৪৩২ বৎসরকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন/ফলিত রসায়ন/ প্রাণ রসায়ন/ মাইক্রোবায়োলজী/ ফার্মেসি/এগ্রি কেমিস্ট্রি বিষয়ে ১ম শ্রেণির/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণি/সমতুল্য সিজিপিএ তে স্নাতক (সম্মান) ডিগ্রীসহ ২য় শ্রেণির/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রী বা সংশ্লিষ্ট বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রী বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় শ্রেণি/ বিভাগ/ সমরূপ সিজিপিএ/গ্রেড গ্রহণযোগ্য নয়।
২)পরীক্ষক (পরীক্ষণ) ফুড এন্ড ব্যাকটেরলজি (রসায়ন পরীক্ষণ উইং, গ্রেড-০৯, ৳ ২২০০০-৫৩০৬০/-)৩২ বৎসরকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন/ফলিত রসায়ন/ প্রাণ রসায়ন/ মাইক্রোবায়োলজী/ ফার্মেসি/এগ্রি কেমিস্ট্রি বিষয়ে ১ম শ্রেণির/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণি/সমতুল্য সিজিপিএ তে স্নাতক (সম্মান) ডিগ্রীসহ ২য় শ্রেণির/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রী বা সংশ্লিষ্ট বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রী বা কেমিক্যাল/ফুড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় শ্রেণি/ বিভাগ/ সমরূপ সিজিপিএ/গ্রেড গ্রহণযোগ্য নয়।
৩)পরীক্ষক (মান) কৃষি ও খাদ্য (মান উইং, গ্রেড-০৯, ৳ ২২০০০-৫৩০৬০/-)৩২ বৎসরকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন/ফলিত রসায়ন/প্রাণরসায়ন/ মাইক্রোবায়োলজী/ কৃষি/ ফুড এন্ড নিউট্রিশন বিষয়ে ১ম শ্রেণির/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রী বা সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণি/সমতুল্য সিজিপিএ তে স্নাতক (সম্মান) ডিগ্রীসহ ২য় শ্রেণির/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রী বা সংশ্লিষ্ট বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রী বা ফুড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রী। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় শ্রেণি/ বিভাগ/ সমরূপ সিজিপিএ/গ্রেড গ্রহণযোগ্য নয়।
৪)পরীক্ষক (মান), রসায়ন (মান উইং, গ্রেড-০৯, ৳ ২২০০০-৫৩০৬০/-)৩২ বৎসরকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন/ফলিত রসায়ন/প্রাণরসায়ন/ মাইক্রোবায়োলজী/ ফার্মেসী/কৃষি বিষয়ে ১ম শ্রেণির/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রী বা সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণি/সমতুল্য সিজিপিএ তে স্নাতক (সম্মান) ডিগ্রীসহ ২য় শ্রেণির/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রী বা সংশ্লিষ্ট বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রী বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রী। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় শ্রেণি/ বিভাগ/ সমরূপ সিজিপিএ/গ্রেড গ্রহণযোগ্য নয়।
৫)পরীক্ষক (মান) ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও কারিগরি (মান উইং, গ্রেড-০৯, ৳ ২২০০০-৫৩০৬০/-)৩২ বৎসরকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অ্যাপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স/কম্পিউটার সায়েন্স বিষয়ে ১ম শ্রেণির/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণি/সমতুল্য সিজিপিএ তে স্নাতক (সম্মান) ডিগ্রীসহ ২য় শ্রেণির/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রী বা সংশ্লিষ্ট বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রী বা ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় শ্রেণি/ বিভাগ/ সমরূপ সিজিপিএ/গ্রেড গ্রহণযোগ্য নয়।
৬)পরীক্ষক (পরীক্ষণ) পুরকৌশল, পদার্থ (পদার্থ পরীক্ষণ উইং, গ্রেড-০৯, ৳ ২২০০০-৫৩০৬০/-)৩২ বৎসরকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফিজিক্স/ অ্যাপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স বিষয়ে ১ম শ্রেণির/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণি/সমতুল্য সিজিপিএ তে স্নাতক (সম্মান) ডিগ্রীসহ ২য় শ্রেণির/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রী বা সংশ্লিষ্ট বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রী বা সিভিল/ মেকানিক্যাল/মেটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় শ্রেণি/ বিভাগ/ সমরূপ সিজিপিএ/গ্রেড গ্রহণযোগ্য নয়।
৭)পরীক্ষক (পরীক্ষণ) ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স (পদার্থ পরীক্ষণ উইং, গ্রেড-০৯, ৳ ২২০০০-৫৩০৬০/-)৩২ বৎসরকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফিজিক্স/ অ্যাপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স /কম্পিউটার সায়েন্স এ ১ম শ্রেণির/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণি/সমতুল্য সিজিপিএ তে স্নাতক (সম্মান) ডিগ্রীসহ ২য় শ্রেণির/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রী বা সংশ্লিষ্ট বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রী বা ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় শ্রেণি/ বিভাগ। সমরূপ সিজিপিএ/গ্রেড গ্রহণযোগ্য নয়।
৮)পরীক্ষক (পরীক্ষণ) টেক্সটাইল (পদার্থ পরীক্ষণ উইং, গ্রেড-০৯, ৳ ২২০০০-৫৩০৬০/-)৩২ বৎসরকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় শ্রেণি/ বিভাগ/ সমরূপ সিজিপিএ/গ্রেড গ্রহণযোগ্য নয়।
৯)ফিল্ড অফিসার (সার্টিফিকেশন মার্কস) (সিএম উইং, গ্রেড-০৯, ৳ ২২০০০-৫৩০৬০/-)২৩৩২ বৎসরকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন/ফলিত রসায়ন/প্রাণ রসায়ন/ মাইক্রোবায়োলজি/ফার্মেসী/ম্যাথমেটিক্স/প্রাণী বিদ্যা/উদ্ভিদ বিদ্যা/মৃত্তিকা বিজ্ঞান/ এগ্রি কেমিস্ট্র/কৃষি/ফুড সায়েন্স এন্ড টেকনলজী/ফিজিক্স/ অ্যাপ্লাই ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স/কম্পিউটার সায়েন্স এ ১ম শ্রেণির/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণি/সমতুল্য সিজিপিএ তে স্নাতক (সম্মান) ডিগ্রীসহ ২য় শ্রেণির/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রী বা সংশ্লিষ্ট বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি সম্মান ডিগ্রী অথবা সিভিল/মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স/কম্পিউটার/ কেমিক্যাল/মেটালার্জিক্যাল/ টেক্সটাইল/ ফুড ইঞ্জিনিয়ারিং/ গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং/ মেটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রী। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। স্নাতক শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় শ্রেণি/ বিভাগ/ সমরূপ সিজিপিএ/গ্রেড গ্রহণযোগ্য নয়।
১০)পরিদর্শক (মেট্রোলজি) (মেট্রোলজি উইং, গ্রেড-০৯, ৳ ২২০০০-৫৩০৬০/-)২৮৩২ বৎসরকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফিজিক্স/অ্যাপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স/কম্পিউটার সায়েন্স/ রসায়ন/ফলিত রসায়ন/ বায়োকেমিস্ট্রি/ ম্যাথমেটিক্স/ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বিষয়ে ১ম শ্রেণির/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণি/সমতুল্য সিজিপিএ তে স্নাতক (সম্মান) ডিগ্রীসহ ২য় শ্রেণির/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রী বা সংশ্লিষ্ট বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রী অথবা সিভিল/ মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স/ কম্পিউটার/ কেমিক্যাল/বস্তু ও ধাতব কৌশল বা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় শ্রেণি/ বিভাগ/ সমরূপ সিজিপিএ/গ্রেড গ্রহণযোগ্য নয়।
১১)পরীক্ষক (মেট্রোলজি) (মেট্রোলজি উইং, গ্রেড-০৯, ৳ ২২০০০-৫৩০৬০/-)৩২ বৎসরকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফিজিক্স/অ্যাপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স/কম্পিউটার সায়েন্স/ রসায়ন/ফলিত রসায়ন/ বায়োকেমিস্ট্রি/ ম্যাথমেটিক্স/ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বিষয়ে ১ম শ্রেণির/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণি/সমতুল্য সিজিপিএ তে স্নাতক (সম্মান) ডিগ্রীসহ ২য় শ্রেণির/সমতুল্য সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রী বা সংশ্লিষ্ট বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রী অথবা সিভিল/ মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স/ কম্পিউটার/ কেমিক্যাল/বস্তু ও ধাতব কৌশল বা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় শ্রেণি/ বিভাগ/ সমরূপ সিজিপিএ/গ্রেড গ্রহণযোগ্য নয়।
১২)পরীক্ষক (রসায়ন) (মেট্রোলজি উইং, গ্রেড-০৯, ৳ ২২০০০-৫৩০৬০/-)৩২ বৎসরকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন/ফলিত রসায়ন/প্রাণ রসায়ন/মাইক্রোবায়োলজী/ ফার্মেসি/এগ্রি কেমিস্ট্রি এ স্নাতকোত্তর ডিগ্রী বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় শ্রেণি/ বিভাগ/ সমরূপ সিজিপিএ/গ্রেড গ্রহণযোগ্য নয়।
১৩)পরিসংখ্যানবিদ (প্রশাসন উইং, গ্রেড-১০, ৳ ১৬০০০-৩৮৬৪০/-)৩২ বৎসরকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বা গণিত বা হিসাব বিজ্ঞান বা পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রী। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। শিক্ষা জীবনের কোন স্তরে ৩য় শ্রেণি/ বিভাগ/ সমরূপ সিজিপিএ/গ্রেড গ্রহণযোগ্য নয়।

সর্বমোট: ৯৭

যোগ্যতা:

  • বয়স: ০১-১২-২০২৪ তারিখে ১৮-৩২ বছর।
  • জাতীয়তা: বাংলাদেশী নাগরিক। বিদেশী নাগরিককে বিবাহিত/বিবাহের প্রতিজ্ঞাবদ্ধ হলে অযোগ্য।
  • চাকুরীজীবী: সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রয়োজন।
  • আপরাধিক রেকর্ড: ফৌজদারি অপরাধে দণ্ডিত, অথবা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে বরখাস্ত হয়ে দুই বছরের কম সময় পার হয়েছে এমন প্রার্থী অযোগ্য।

দাখিলযোগ্য কাগজপত্র (লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য):

  • অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (Applicants Copy) ও প্রবেশপত্র।
  • সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ (মূল কপি ও ১ সেট সত্যায়িত ফটোকপি)।
  • ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
  • সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের অনাপত্তিপত্র।
  • জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন।
  • কোটা দাবীর জন্য প্রয়োজনীয় সনদ (সত্যায়িত ফটোকপি)।
  • বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধা/বীরঙ্গনা সন্তানদের সনদ (সত্যায়িত ফটোকপি)।
  • বিদেশ থেকে অর্জিত ডিগ্রীর সমমানের সনদ (বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রদত্ত, মূল ও সত্যায়িত কপি)।

অন্যান্য:

  • জাল/মিথ্যা তথ্য প্রদান করলে প্রার্থিতা বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • কোটা দাবী একবারই করা যাবে।
  • আবেদনপত্রে ত্রুটি সংশোধনের সুযোগ নেই।
  • সরকারের কোটা/বয়স নিয়মাবলী পরিবর্তিত হলে তা অনুসরণ করা হবে।
  • কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি/বাতিল করার অধিকার রাখে।
  • কেবলমাত্র অনলাইনে আবেদন গ্রহণযোগ্য।
  • একজন আবেদনকারী একাধিক পদে আবেদন করতে পারবেন না।
  • নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত।

অনলাইন আবেদন:

  • ওয়েবসাইট: http://bsti.teletalk.com.bd
  • আবেদন শুরু: ০১-১২-২০২৪ সকাল ১০:০০
  • আবেদন শেষ: ৩১-১২-২০২৪ বিকাল ০৫:০০
  • ইউজার আইডি পাওয়ার ৭২ ঘন্টার মধ্যে Teletalk এর মাধ্যমে ফি জমা দিতে হবে।
  • ছবি (৩০০x৩০০ pixel, ১০০kb) ও স্বাক্ষর (৩০০x৮০ pixel, ৬০kb) আপলোড করতে হবে।
  • অনলাইনে পূরণকৃত তথ্যই চূড়ান্ত। আবেদনপত্রের প্রিন্টকপি সংরক্ষণ করতে হবে এবং মৌখিক পরীক্ষায় জমা দিতে হবে।

এই সংক্ষিপ্তসারটি আবেদনপত্রের সম্পূর্ণ নিয়মাবলীর পরিবর্তে একটি সারসংক্ষেপ মাত্র। আবেদন করার পূর্বে সম্পূর্ণ নিয়মাবলী ভালোভাবে পড়ে নেওয়া প্রয়োজন।

https://jobkhojbd.com/