বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

Bangladesh Reporters Welfare Trust Job Circular 2024

Bangladesh Reporters Welfare Trust Job Circular 2024

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়,বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট

১১২ সার্কিট হাউস রোড, ঢাকা-১০০০ www.bjwt.gov.bd

তারিখ: ২৪ জুন ২০২৪

নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর নিম্নবর্ণিত স্থায়ীপদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তসাপেক্ষে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত স্থায়ীনাগরিকদের নিকট হতে অনলাইনে (http://bjwt.teletalk.com.bd) নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতিত সরাসরি আবেদন গ্রহণযোগ্য হবে না।

পদের নাম ও বেতন স্কেল (জা. স্কেল ২০15 অনুযায়ী )নিয়োগের   পদের  সংখ্যাশিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় অভিজ্ঞতাঅনুর্ধ্ব   ,   বয়সসীমা
উপপরিচালক ( প্রশাসন ও অর্থ) টা : 35500-67010 (গ্রেড-৬)01 (এক )(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষা বা   সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত কোনো বিষয়ে প্রথম শ্রেণি   বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয়   শ্রেণির স্নাতকসহ   দ্বিতীয়শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ ( চার ) বৎসর   মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান ) ডিগ্রি ; এবং40 বৎসর
(খ)সরকারি /স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানেসহকারী পরিচালক ( প্রশাসন)/সহকারী পরিচালক (অর্থ) হিসাবে অন্যূন ৭ ( সাত )বৎসরের চাকরির অভিজ্ঞতা  ।
সহকারী পরিচালক (প্রশাসন) টা : 22000-53060 (গ্রেড-৯)01 (এক)কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে   ব্যবসায়  শিক্ষা  বা   সামাজিক   বিজ্ঞান অনুষদভুক্ত  কোনো   বিষয়ে  প্রথম  শ্রেণি   বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয়   শ্রেণির স্নাতকসহ   দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ ( চার ) বৎসর   মেয়াদি  দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান ) ডিগ্রি ।30 বৎসর
আইসিটি অফিসার টা : ১৬০০০-৩৮৬৪০ (গ্রেড-১০)01 (এক )(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স  বা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং  বা ইলেকট্রিক্যাল  এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন     এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্টবিষয়ে  প্রথম শ্রেণি বা   সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয়শ্রেণি বা সমমানের   সিজিপিতে   স্নাতক  (সম্মান ) ডিগ্রিসহ দ্বিতীয়     শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা ৪ (চার ) বৎসর  মেয়াদি  অন্যূন     দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান ) ডিগ্রি30 বৎসর
( খ ) কোনো স্বীকৃত   আইসিটি    সম্পর্কিত   প্রফেশনাল   ইনস্টিটিউটের সদস্যপদ থাকিতে হইবে  ।
ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত সহকারী টা : 11000-26590 (গ্রেড-13)01  (এক  )(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে  যে কোনো   বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের   ডিগ্রি  ;30  বৎসর
(খ) কম্পিউটার  ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং , ডাটা এন্ট্রি   টাইপিং ইত্যাদির   সর্বনিম্নগতি   নিম্নরূপ যথা :
অ) বাংলা   প্রতি মিনিটে   সর্বনিম্ন ২০  (বিশ )শব্দ ;
হিসাব রক্ষক টা : 10200-24680 (গ্রেড-14 )01 (এক    )( ) শ্রেণি  বাসমমানের   সিজিপিএসহ   স্নাতক বা       ডিগ্রি সমমানের ;30 বৎসর
(খ)কম্পিউটার চালনায় দক্ষতা ; এবং
অফিস   সহকারী  কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক টা : ৯৩০০-২২৪৯০ (গ্রেড-১৬)০২ (দুই)(ক )  কোনো    স্বীকৃত   বোর্ড  হইতে   উচ্চ   মাধ্যমিক সার্টিফিকেট  বা সমমানের   পরীক্ষায় উত্তীর্ণ;এবং

(খ ) বাংলাদেশ   সাংবাদিক   কল্যাণ   ট্রাস্ট(কর্মচারী ) চাকরি প্রবিধানমালা ,  ২০২৩  -এর   তফসিল   -৩  অনুযায়ী  গৃহীত                    পরীক্ষায় উত্তীর্ণ। | 30 বৎসর | | | গাড়ি চালক টা : ৯৩০০-২২৪৯০ (গ্রেড-১৬) | 01  (এক ) | (ক )  কোনো    স্বীকৃত   বোর্ড  হইতে   মাধ্যমিক   স্কুল সার্টিফিকেট  বা সমমানের   পরীক্ষায় উত্তীর্ণ;                 ( খ )হালকা   যান চালনার   বৈধ  ড্রাইভিং লাইসেন্স  ;               ( গ )সুস্বাস্থ্যেরঅধিকারী   ও গাড়ি চালনায়   অভিজ্ঞতাসম্পন্ন   ;               ( ঘ )বাংলাদেশ   সাংবাদিক   কল্যাণ   ট্রাস্ট(কর্মচারী )চাকরি                 প্রবিধানমালা ,  ২০২৩  -এর   তফসিল   -৪  অনুযায়ী   গৃহীত                    পরীক্ষায় উত্তীর্ণ। | 30 বৎসর | | | অফিস সহায়ক কাম-         কম্পিউটার   মুদ্রাক্ষরিক টা : ৮২৫০-২০০১০ (গ্রেড-২০) | ০২ (দুই) | কোনো স্বীকৃত বোর্ড  হইতে  মাধ্যমিক  স্কুল সার্টিফিকেট বা                 সমমানের   পরীক্ষায় উত্তীর্ণ। | 30 বৎসর |

মোট পদের সংখ্যা: ১০ টি ( দশ ) ০২. আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে: (ক) ৩০.০৬.২০২৪ তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির ৪নং  কলামের   বর্ণনা অনুযায়ী হতে হবে। তবে   বীর মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা   ও শারীরিক   প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা   সর্বোচ্চ ৩২ বছর ।বয়স প্রমাণের  ক্ষেত্রেএফিডেভিট গ্রহণযোগ্য   নয় । (খ) সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে   চাকুরিরত                                                           । প্রার্থীদের অবশ্যই  যথাযথ  কর্তৃপক্ষের  মাধ্যমে  আবেদন   করতে   হবে  চাকুরিরত   ।   প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত  শর্তসমূহ প্রতিপালন   সাপেক্ষে   বিভাগীয় প্রার্থীর শর্তের স্থানে টিক (/) চিহ্ন দিতে   হবে । অধিকন্তু, সকল   চাকুরিরত   প্রার্থীকে মৌখিক  পরীক্ষার  সময় নিয়োগকারী   কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত   অনাপত্তি ছাড়পত্রের   মূলকপি   জমা দিতে   হবে (গ) নিয়োগের   ক্ষেত্রে সরকারের   বিদ্যমান   বিধি-বিধান   এবং   তৎপরবর্তীতে   এতদসংক্রান্ত   বিধি -বিধান সংশোধিত     হলে   অনুসরণ   করা   হবে । (ঘ) লিখিত  ও মৌখিক   পরীক্ষায় অংশগ্রহণের   জন্য কোনো  প্রকার টিএ /ডিএ   প্রদান করা   হবে না । (ঙ) কর্তৃপক্ষ প্রয়োজনে   বিজ্ঞপ্তিতে উল্লিখিত   পদের   সংখ্যা হ্রাস/বৃদ্ধি, এমনকি  নিয়োগ  বিজ্ঞপ্তি বাতিল  করার   অধিকার   সংরক্ষণ   করেন । (চ)‘জনপ্রশাসন   মন্ত্রণালয়ের বিধি -১ শাখা   থেকে   ০৪ অক্টোবর  ,২০১৮   তারিখের  -০5.00.0000.170.11.07.18.276  নং   পরিপত্রে   ৯ ম গ্রেড ও              তদুর্দ্ধ ( পুর্বতন ১ম শ্রেণী ) এবং ১০ ম থেকে   ১৩ তম  গ্রেডের ( পূর্বতন ২ য় শ্রেণী) পদ সরাসরি  নিয়োগের   ক্ষেত্রে   বিদ্যমান   কোটা   পদ্ধতি বাতিল                 করায় তা  অনুসরণ   করা   হবে । তবে এ সংক্রান্ত  নতুন   /সংশোধিত   যে কোন সরকারি   আদেশ  /বিধি -বিধান  অনুসরণ   করা   হবে । (ছ) হিসাব   রক্ষক, অফিস   সহকারী   -কাম  -কম্পিউটার   মুদ্রাক্ষরিক   ও গাড়ি চালক পদের   ক্ষেত্রেকেবলমাত্র   লিখিত   পরীক্ষায় উত্তীর্ণপ্রার্থীদের                                                      ।   ব্যবহারিক  পরীক্ষায়  এবং  ব্যবহারিক  পরীক্ষায় উত্তীর্ণপ্রার্থীদেরকে   মৌখিক   পরীক্ষার     জন্য বিবেচনা   করা   হবে (জ) নিয়োগ   সংক্রান্ত যে কোনো   বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই  চূড়ান্তবলে   গণ্য   । (ঝ)  একই   ব্যাক্তিসকল  যোগ্যতা   সম্পন্ন করে   একাধিক   পদে আবেদন   করতে   পারবেন ।

০৩. অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলি : ক . পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://bjwt.teletalk.com.bd ওয়েবসাইটে   আবেদনপত্র   পূরণ করতে   পারবেন । আবেদনের    সময়সীমা   নিম্নরূপ :              * অনলাইনে   আবেদনপত্র   পূরণ   ও পরীক্ষার   ফি জমাদান   শুরুর তারিখ  ও সময় : ৩০.০৬.২০২৪ তারিখ সকাল ১০:০০ টা ।              * অনলাইনে   আবেদনপত্র   জমাদানের   শেষ তারিখ  ও সময় : ২৯.০৭.২০২৪ তারিখ  বিকাল ০৫:০০ টা ।   উক্ত সময়সীমার  মধ্যে  User  ID  প্রাপ্তপ্রার্থীগণ অনলাইনে     আবেদনপত্র   সাবমিট  -এর   সময়   হতে পরবর্তী   ৭২  (বাহাত্তর) ঘন্টার মধ্যে    এসএমএস এর     মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে   পারবেন । খ . অনলাইন আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন  ছবি (দৈর্ঘ্য ৩০০ X   প্রস্থ ৩০০ pixel  ) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০  X প্রস্থ ৮০ pixel  ) স্ক্যানকরে নির্ধারিত             স্থানে আপলোড করবেন । ছবির  সাইজ সবোর্চ্চ 100 KB এবং  স্বাক্ষরের সাইজ  60 KB হতে   হবে  ।                                                  কার্যক্রমে ব্যবহৃত    ,      অনলাইনে                করার   পূর্বেই    গ . অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই   যেহেতু পরবর্তী সকল              হবে সেহেতু        আবেদনপত্র সাবমিট              পূরণকৃত সকল তথ্যের সঠিকতা   সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন ।    ঘ   অনলাইনে পূরণকৃত   আবেদনপত্রের     একটি   রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন ।    . প্রার্থী

ঙ . SMS   প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:    অনলাইনে   আবেদনপত্র (Application Form ) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং   স্বাক্ষর আপলোড  করে আবেদপত্র   সাবমিট    করা সম্পন্ন  হলে ছবিসহ Application Preview   দেখা যাবে । পত্রিকা   ছাড়াও বাংলাদেশ  সাংবাদিক   কল্যাণ ট্রাস্ট’র ওয়েবসাইট   www.bjwt.gov.bd , নোটিশ   বোর্ডে   বিজ্ঞপ্তিসহ  এতদসংক্রান্ত সকল   তথ্য       দেখা   যাবে ।অথবা বাংলাদেশের   একমাত্র   রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের  জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd/bjwt        ওয়েবসাইটে  সরাসরি প্রবেশ করেও   বিজ্ঞপ্তি পাওয়া যাবে  । নিয়োগ পরীক্ষার তারিখ , সময় ও   অন্যান্য   তথ্য ওয়েবসাইটে   পাওয়া যাবে   এবং       নোটিশ বোর্ড হতে জানা যাবে ।    ঞ . অনলাইনে আবেদন   করতে কোনো সমস্যা   হলে টেলিটক নম্বর থেকে 121 কিংবা ই -মেইলে যোগাযোগ করা যাবে ।

Bangladesh Reporters Welfare Trust Job Circular 2024
Bangladesh Reporters Welfare Trust Job Circular 2024
bd_job_news_2024