বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

www.bscl.gov.bd

নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড ‘Connecting Worlds for Enriching Lives’ ১১৬ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা- ১০০০ www.bscl.gov.bd তারিখ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)-এর নিজস্ব বেতন স্কেলে নিম্নবর্ণিত স্থায়ী শূণ্যপদসমূহে কর্মকর্তা/কর্মচারী নিয়োগের উদ্দেশ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্ত সাপেক্ষে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকগণের নিকট থেকে কেবলমাত্র অনলাইনে (http://BSCL.teletalk.com.bd) আবেদনপত্র আহবান করা যাচ্ছে:

Link: https://alljobs.teletalk.com.bd/jobs/government/739?jobId=10485

নংপদের নাম ও কোম্পানির বেতন কাঠামো অনুযায়ী মূল বেতনপদ সংখ্যাসর্বোচ্চ বয়স সীমান্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
০১মহাব্যবস্থাপক (প্রশাসন ও ক্রয়) (কোম্পানির বেতন স্তর-৩) (মূল বেতন- ২,০০,০০০/-)০১৫৪ বছরক) সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ও স্নাতকোত্তর/ এমবিএ/সমমান সনদধারী। খ) সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে উপ-মহাব্যবস্থাপক/সমতুল্য পদে ন্যূনতম ০৫ (পাঁচ) বছর কাজের অভিজ্ঞতাসহ ন্যূনতম ২২ (বাইশ) বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
০২মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) (কোম্পানির বেতন স্তর-৩) (মূল বেতন- ২,০০,০০০/-)০১৫৪ বছরক) সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর/ এমবিএ/ সমমান। মার্কেটিং/ ফাইন্যান্স/ অ্যাকাউন্টিং/ ম্যানেজমেন্ট/অর্থনীতি/ EEE/ETE/CSE/ECE/EECE বিষয়ে সনদধারী অগ্রাধিকারযোগ্য। খ) সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে উপ-মহাব্যবস্থাপক/সমতুল্য পদে ন্যূনতম ০৫ (পাঁচ) বছর কাজের অভিজ্ঞতাসহ স্যাটেলাইট কমিউনিকেশন/ এ্যারোনটিক্স/ টেলিকমিউনিকেশন/ওয়্যারলেস কমিউনিকেশন্স এর কাজে ন্যূনতম ২২ (বাইশ) বছরের অভিজ্ঞতা সম্পন্ন। স্যাটেলাইট কার্যক্রম বা তৎসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বিপণন কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থী অগ্রাধিকারযোগ্য।
০৩মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) (কোম্পানির বেতন স্তর-৩) (মূল বেতন- ২,০০,০০০/-)০১৫৪ বছরক) সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম বাণিজ্য বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সনদধারী। অ্যাকাউন্টিং। ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর/ এমবিএ সনদধারী অথবা CA/ACCA সনদধারী অগ্রাধিকারযোগ্য। খ) সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে উপ-মহাব্যবস্থাপক/সমতুল্য পদে ন্যূনতম ০৫ (পাঁচ) বছর কাজের অভিজ্ঞতাসহ ন্যূনতম ২২ (বাইশ) বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
০৪উর্ধ্বতন ব্যবস্থাপক (আয় ও ব্যয়) (কোম্পানির বেতন স্তর-৭) (মূল বেতন- ৯০,০০০/-)০১৪০ বছরক) সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম বাণিজ্য বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সনদধারী। অ্যাকাউন্টিং/ ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর/ এমবিএ সনদধারী অথবা CA/ACCA সনদধারী অগ্রাধিকারযোগ্য। খ) সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে অর্থ ও হিসাব সংশ্লিষ্ট কাজে ১০ (দশ) বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
০৫সহকারী ব্যবস্থাপক (কারিগরি, পরিকল্পনা ও বাস্তবায়ন) (কোম্পানির বেতন স্তর-১০) (মূল বেতন- ৪৮,০০০/-)০২৩২ বছরক) সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম Aeronautical/EEE/ETE/CSE/ECE/EECE/Space/ Aerospace/ Avionics Engineering/ Applied Physics বিষয়ে স্নাতক। EEE/ETE/CSE/ECE/EECE/Space/Aeronautical/ Aerospace/ Avionics Engineering/ Applied Physics বিষয়ে স্নাতকোত্তর বা তদুর্ধ্ব ডিগ্রীধারী প্রার্থী অগ্রাধিকারযোগ্য। খ) সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে স্যাটেলাইট/ টেলিকমিউনিকেশন/ এ্যারোনটিক্স/ওয়‍্যারলেস কমিউনিকেশন/ এরোস্পেস এর কাজে ন্যূনতম ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা সম্পন্ন। স্যাটেলাইট কার্যক্রম বা তৎসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকারযোগ্য।
০৬সহকারী ব্যবস্থাপক (আইটি) (কোম্পানির বেতন স্তর-১০) (মূল বেতন- ৪৮,০০০/-)০১৩২ বছরক) সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে CSE/EEE/ETE/ECE/IT বিষয়ে স্নাতক। CSE/EEE/ETE/ECE/IT বিষয়ে স্নাতকোত্তর সনদধারী অগ্রাধিকারযোগ্য। খ) সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে আইটি সংশ্লিষ্ট কাজে ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা সম্পন্ন। CCNA/CCNP/MCSE/ RHCE সনদধারী প্রার্থী অগ্রাধিকারযোগ্য।

নংপদের নাম ও কোম্পানির বেতন কাঠামো অনুযায়ী মূল বেতনপদ সংখ্যাসর্বোচ্চ বয়স সীমান্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
০৭সহকারী ব্যবস্থাপক (অ্যাসিস্ট্যান্ট স্যাটেলাইট ইঞ্জিনিয়ার-প্ল্যানিং) (কোম্পানির বেতন স্তর-১০) (মূল বেতন- ৪৮,০০০/-)০১৩২ বছরক) সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম Aeronautical/EEE/ETE/CSE/ECE/EECE/Space/ Aerospace/ Avionics Engineering/ Applied Physics বিষয়ে স্নাতক। EEE/ETE/CSE/ECE/EECE/Space/ Aerospace/ Avionics Engineering/ Applied Physics বিষয়ে স্নাতকোত্তর বা তদুর্ধ্ব ডিগ্রীধারী প্রার্থী অগ্রাধিকারযোগ্য।
০৮সহকারী ব্যবস্থাপক (অ্যাসিস্ট্যান্ট স্যাটেলাইট ইঞ্জিনিয়ার- এক্সিকিউশন) (কোম্পানির বেতন স্তর-১০) (মূল বেতন- ৪৮,০০০/-)০৩৩২ বছরক) সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম Aeronautical/EEE/ETE/CSE/ECE/EECE/Space/ Aerospace/ Avionics Engineering/ Applied Physics বিষয়ে স্নাতক। EEE/ETE/CSE/ECE/EECE/Space/ Aerospace/ Avionics Engineering/ Applied Physics বিষয়ে স্নাতকোত্তর বা তদুর্ধ্ব ডিগ্রীধারী প্রার্থী অগ্রাধিকারযোগ্য। খ) স্যাটেলাইট কমিউনিকেশন/ এ্যারোনটিক্স/ এরোস্পেস/ টেলিকমিউনিকেশন এর কাজে ন্যূনতম ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা সম্পন্ন। স্যাটেলাইট কার্যক্রম বা তৎসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকারযোগ্য।
০৯সহকারী ব্যবস্থাপক (অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার-ব্রডকাস্ট) (কোম্পানির বেতন স্তর-১০) (মূল বেতন- ৪৮,০০০/-)০২৩২ বছরক) সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম Aeronautical/EEE/ETE/CSE/ECE/EECE/Space/ Aerospace/ Avionics Engineering/ Applied Physics বিষয়ে স্নাতক। EEE/ETE/CSE/ECE/EECE/Space/ Aerospace/ Avionics Engineering/ Applied Physics বিষয়ে স্নাতকোত্তর বা তদুর্ধ্ব ডিগ্রীধারী প্রার্থী অগ্রাধিকারযোগ্য। খ) স্যাটেলাইট কমিউনিকেশন/ টেলিকমিউনিকেশন এর কাজে ন্যূনতম ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা সম্পন্ন। ভিডিও ব্রডকাস্টিং সিস্টেম/ ভি-স্যাট সিস্টেম পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং ডাটা নেটওয়ার্কিং কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকারযোগ্য।
১০সহকারী ব্যবস্থাপক (অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার-ভিস্যাট) (কোম্পানির বেতন স্তর-১০) (মূল বেতন- ৪৮,০০০/-)০২৩২ বছরক) সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম Aeronautical/EEE/ETE/CSE/ECE/EECE/Space/ Aerospace/ Avionics Engineering/ Applied Physics বিষয়ে স্নাতক। EEE/ETE/CSE/ECE/EECE/Space/ Aerospace/ Avionics Engineering/ Applied Physics বিষয়ে স্নাতকোত্তর বা তদুর্ধ্ব ডিগ্রীধারী প্রার্থী অগ্রাধিকারযোগ্য। খ) স্যাটেলাইট কমিউনিকেশন। টেলিকমিউনিকেশন এর কাজে ন্যূনতম ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা সম্পন্ন। উচ্চ ক্ষমতা সম্পন্ন রেডিও ফ্রিকোয়েন্সি যন্ত্রপাতি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকারযোগ্য।
১১সহকারী ব্যবস্থাপক (অ্যাসিস্ট্যান্ট আরএফ ইঞ্জিনিয়ার) (কোম্পানির বেতন স্তর-১০) (মূল বেতন- ৪৮,০০০/-)০১৩২ বছরক) সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম Aeronautical/EEE/ETE/CSE/ECE/EECE/Space/ Aerospace/ Avionics Engineering/ Applied Physics বিষয়ে স্নাতক। EEE/ETE/CSE/ECE/EECE/Space/ Aerospace/ Avionics Engineering/ Applied Physics বিষয়ে স্নাতকোত্তর বা তদুর্ধ্ব ডিগ্রীধারী প্রার্থী অগ্রাধিকারযোগ্য। খ) সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে স্যাটেলাইট/ টেলিকমিউনিকেশন/ নেটওয়ার্ক সিকিউরিটি। নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এর কাজে ন্যূনতম ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা সম্পন্ন। CCNA/CCNP/MCSE/ RHCE সনদধারী এবং নেটওয়ার্কিং কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকারযোগ্য।
১২সহকারী ব্যবস্থাপক (অ্যাসিস্ট্যান্ট সিস্টেম এডমিন) (কোম্পানির বেতন স্তর-১০) (মূল বেতন- ৪৮,০০০/-)০১৩২ বছরক) সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম EEE/ Mechanical বিষয়ে স্নাতক সনদধারী। EEE/ Mechanical বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রীধারী প্রার্থী অগ্রাধিকাযোগ্য। খ) সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে Utility Service সংশ্লিষ্ট কাজে ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা সম্পন্ন। HVAC, VRF, UPS, Generator সহ যাবতীয় Utility সরঞ্জামাদি রক্ষণাবেক্ষণ কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকারযোগ্য।
১৩সহকারী ব্যবস্থাপক (অ্যাসিস্ট্যান্ট পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ার) (কোম্পানির বেতন স্তর-১০) (মূল বেতন- ৪৮,০০০/-)০১৩২ বছরN/A

Page 3

নংপদের নাম ও কোম্পানির বেতন কাঠামো অনুযায়ী মূল বেতনপদ সংখ্যাসর্বোচ্চ বয়স সীমান্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
১৪সহকারী ব্যবস্থাপক (বাজেট, ভ্যাট ও ট্যাক্স) (কোম্পানির বেতন স্তর-১১) (মূল বেতন- ৪০,০০০/-)০১৩২ বছরক) সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম বাণিজ্য বিভাগে স্নাতক সনদধারী। অ্যাকাউন্টিং/ ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর/ এমবিএ সনদধারী অগ্রাধিকারযোগ্য। খ) যে কোন সরকারি/ বেসরকারি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ০৩ (তিন) বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন।
১৫সহকারী ব্যবস্থাপক (অ্যাসিস্টেন্ট ল অফিসার) (কোম্পানির বেতন স্তর-১১) (মূল বেতন- ৪০,০০০/-)০১৩২ বছরক) সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম এলএলবি (সম্মান) সনদধারী। খ) জেনারেল প্র্যাকটিশনার হিসেবে ন্যূনতম ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা।

আবেদনের প্রযোজ্য শর্তাবলী:

০১। প্রার্থীগণ Online এ আবেদন করবেন। আবেদন ইচ্ছুক ব্যক্তি http://BSCL.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: (অ) Online-এ আবেদনপত্র পূরণের শুরুর তারিখ ও সময়: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ, সকাল ১০:০০ টা। (আ) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৪ মার্চ ২০২৫ খ্রিঃ, বিকাল ৫:০০ টা।

সরাসরি/ডাকযোেগ/কুরিয়ারের মাধ্যমে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।

০২। প্রার্থীর বয়স নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন শুরুর তারিখে (২৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ) সংশ্লিষ্ট পদের পার্শ্বে উল্লিখিত বয়সের অধিক হবে না। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

০৩। সকল পদে নিয়োগের ক্ষেত্রে কোম্পানির বিধি-বিধান অনুসরণ করা হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট বিধি-বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণ কোম্পানির অনুমোদিত বেতন কাঠামো অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন।

০৪। সকল পর্যায়ে শিক্ষাগত যোগ্যতার সনদ সরকার কর্তৃক অনুমোদিত স্কুল/ইনস্টিটিউট/কলেজ/বোর্ড/ বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত হতে হবে। বিদেশী কলেজ/বোর্ড বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রীর ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়/ইউজিসি হতে সমতুল্য সনদের প্রত্যয়ন পত্র দাখিল করতে হবে।

০৫। চাকুরির আবেদন ফরমে (Applicant’s Copy) সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকুরির জন্য নির্বাচিত হলে চাকুরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত চাকুরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অর্ন্তভুক্ত করার সুযোগ নেই।

০৬। সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হলো।

০৭। অভিজ্ঞতার সময়কাল গণনার জন্য চাহিত শিক্ষা কার্যক্রম শেষ হওয়ার (ফলাফল প্রকাশের) পর হতে আবেদন শুরুর তারিখ পর্যন্ত বিবেচনা করা হবে।

০৮। প্রার্থীকে প্রয়োজন মাফিক বিএসসিএল এর যেকোন কর্ম এলাকায় (ঢাকা/গাজীপুর/বেতবুনিয়া/অন্য যে কোন জায়গায়) কাজ করতে আগ্রহী হতে হবে।

০৯। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ/জাল/মিথ্যা/ভুয়া/প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে। প্রার্থীর পক্ষের কোন প্রকার সুপারিশ/তদবির প্রাথীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।

১০। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোন সংশোধন, সংযোজন (যদি থাকে) এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য কোম্পানির www.bscl.gov.bd এ পাওয়া যাবে।

১১। নিয়োগকারী কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যাতিরেকে এ নিয়োগ কার্যক্রম/প্রক্রিয়া আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন, বাতিল এবং প্রার্থীদের কাউকে নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে।

১২। প্রার্থীদেরকে লিখিত/মৌখিক/স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার ভাতা প্রদান করা হবে না।

১৩। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী: ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://BSCL.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: (অ) Online- এ আবেদনের শুরুর তারিখ ও সময়: ২৬ ফেব্রুয়ারী ২০২৫ খ্রিঃ, সকাল ১০:০০ টা। (আ) Online- এ আবেদনের শেষ তারিখ ও সময়: ২৪ মার্চ ২০২৫ খ্রিঃ, বিকাল ৫:০০ টা।

খ. Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

গ. Online আবেদনপত্রে পূরনকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

ঙ. Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদন পত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী download পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। যদি Applicant’s Copy তে কোন ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/ সম্পূর্ণ সাদা/ ঘোলা) বা ছবি। স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। তাই, আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant’s Copy তে সম্প্রতি তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর নিশ্চিত হয়ে PDF Copy ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন।

চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bscl.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

ছ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তিতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের। কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন;

জ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:

Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে সকল ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/-(দুইশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ২৩/-টাকাসহ (অফেরতযোগ্য) মোট ২২৩/-(দুইশত তেইশ) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।”

প্রথম SMS: BSCL<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: BSCL ABCDEF & send to 16222

Reply: Applicant’s Name, TK-223 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type BSCL <Space>Yes<space>PIN and send to 16222.

দ্বিতীয় SMS: BSCL <space>Yes<space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: BSCL Yes 12345678

Reply: Congratulations! Applicant’s Name, Payment completed successfully for BSCL Application for (post name) User ID is (ABCDEF) and password (XXXXXXXX).

ঝ. শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরন করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

(অ) User ID জানা থাকলে: BSCL<space>Help<space>User<space>User ID, Send to 16222. Example: BSCL Help User ABCDEF & send to 16222

(আ) Pin Number জানা থাকলে: BSCL<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222. Example: BSCL Help PIN 12345678 & send to 16222

https://jobkhojbd.com/