বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

bd jobs bangla circular 2024 chakri khabar চাকরি

বাংলাদেশ ব্যাংক হিউম্যান রিসোর্সেস ডিভিশন-১ (রিক্রুটমেন্ট এন্ড অডিনেন্সিং উইং) প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা।

তারিখ: ২৩ বৈশাখ ১৪৩১ ০৬ জুন ২০২৪

নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ ব্যাংকে নিয়োগের পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে:

  1. পদের নাম: সহকারী পরিচালক (এডি-জেনারেল-ক্যাডার) (৯ম গ্রেড)
    • পদ সংখ্যা: ০২
    • বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর টকা ২২,০০০-৫৩,০৬০/-স্কেল এবং অন্যান্য নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধাদি।
    • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
      • স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা/প্রিন্ট এন্ড পাবলিকেশন/ইংরেজি/বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ০৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি।
  2. পদের নাম: কর্মকর্তা (এডি-জেনারেল-ক্যাডার) (১০ম গ্রেড)
    • পদ সংখ্যা: ০৩
    • বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর টকা ১৬,০০০-৩৮,৬৪০/-স্কেল এবং অন্যান্য নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধাদি।
    • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
      • স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা/প্রিন্ট এন্ড পাবলিকেশন/ইংরেজি/বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ০৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি।
  3. পদের নাম: কর্মকর্তা (এডি-জেনারেল-ক্যাডার) (ফটোগ্রাফি) (১০ম গ্রেড)
    • পদ সংখ্যা: ০১
    • বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর টকা ১৬,০০০-৩৮,৬৪০/-স্কেল এবং অন্যান্য নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধাদি।
    • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
      • স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা/চলচ্চিত্র, টেলিভিশন, ফটোগ্রাফি বিষয়ে ০৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি এবং সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ০৪ বছর কাজের অভিজ্ঞতা।

  1. আবেদন করার শেষ তারিখ ও সময়: ৩০/০৬/২০২৪ তারিখ, রাত ১১.৫৯ টা।
  2. ফি প্রদানের Payment Verification এর শেষ তারিখ ও সময়: ১১/০৭/২০২৪ তারিখ, রাত ১১.৫৯ টা।
  3. আবেদন ফি: জনপ্রতি মোট ২০০/- Bangla QR এর মাধ্যমে যেকোনো ব্যাংকের একাউন্ট থেকে প্রদান করতে হবে।
  4. সনদপত্রের Equivalence Certificate: বিদেশী বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে University Grants Commission (UGC) থেকে সনদপত্রের সমমান সনদপত্র প্রদান করতে হবে।
  5. বয়সসীমা (১১/০৬/২০২৪ তারিখ):
    • সাধারণ প্রার্থীদের জন্য বয়স ৩০ বছর।
    • মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
    • বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের সন্তানদের ক্ষেত্রে বয়স ৩০ বছর।
  6. অনলাইন আবেদন ফরম পূরণের নিয়মাবলী:
    • আবেদনপত্র পূরণ ও জমা দেয়ার জন্য www.erecruitment.bb.org.bd ওয়েবসাইট ভিজিট করুন।
    • আবেদনপত্র ফরম পূরণ করার পর Applicant’s CV Form ডাউনলোড করুন।
    • যেকোনো ধরনের তথ্য পরিবর্তন ও আবেদন ফি জমা দেয়ার জন্য পরবর্তী নির্দেশনা দেখুন।
  7. প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা ও লিখিত পরীক্ষা:
    • মৌখিক পরীক্ষার জন্য আলাদাভাবে প্রার্থীদের মোবাইল নম্বরে SMS পাঠানো হবে।
    • লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড ও মুদ্রণ করুন।
    • পরীক্ষা সংক্রান্ত সময়সূচী ও অন্যান্য তথ্য www.erecruitment.bb.org.bd তে পাওয়া যাবে।
  8. আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:
    • Payment Verification সম্পন্ন না হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
    • অনলাইন আবেদন ফরম যথাযথভাবে পূরণ না হলে আবেদন বাতিল হবে।
    • প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল মূল সনদপত্র/প্রত্যয়নপত্র ও তার ফটোকপি সাথে আনতে হবে।
    • নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন প্রক্রিয়ার বিস্তারিত www.erecruitment.bb.org.bd এ পাওয়া যাবে।

নিয়োগকারী কর্তৃপক্ষ: মোঃ জহিরুল ইসলাম পরিচালক (এফ.আই.ই)-১

bangladesh-bank-job-circular-2024-1
bangladesh-bank-job-circular-2024-1
bd_job_news_2024