পার্বত্য জেলা পরিষদ স্বাস্থ্য বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

bd_jobs_news_2024

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে চাকরির সুযোগ!

স্বাস্থ্য বিভাগে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হচ্ছে।

আবেদনের শেষ তারিখ: 03/06/2024

পদের নাম:

  • সীটমুদ্রাক্ষরিক কাম অপারেটর
  • অফিস সহকারী
  • স্বাস্থ্য সহকারী
  • ড্রাইভার

যোগ্যতার বিবরণ:

বিজ্ঞপ্তিতে পদের ধরণ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিস্তারিত তথ্য দেওয়া আছে।

বেতন:

পদের ধরণ অনুযায়ী বেতন স্কেল বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।

আবেদন করার পদ্ধতি:

  • আবেদনকারীকে চেয়ারম্যান, পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ির বরাবর নির্ধারিত আবেদনপত্র ছকে পূর্ণ তথ্যসহ আবেদন করতে হবে।
  • আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র (বিজ্ঞপ্তিতে উল্লেখিত) সংযুক্ত করতে হবে।
  • স্ক্যান করা আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র http://www.khdc.gov.bd/ ওয়েবসাইটে আপলোড করতে হবে।
  • আবেদনপত্রের সাথে 800 টাকা পরীক্ষার ফি ব্যাংকে জমা দিয়ে জমা স্লিপ সংযুক্ত করতে হবে।

বিস্তারিত তথ্যের জন্য:

  • খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইট: http://www.khdc.gov.bd/
  • সিভিল সার্জন অফিস, খাগড়াছড়ি।

গুরুত্বপূর্ণ বিষয়:

  • নিয়োগ পরীক্ষা লিখিত, মৌখিক এবং ব্যবহারিক (যেখানে প্রযোজ্য) হবে।
  • সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং সিভিল সার্জনের স্বাস্থ্যগত প্রত্যয়ন চাকুরীতে নিয়োগের অন্যতম প্রধান শর্ত।
  • নিয়োগের ক্ষেত্রে কোন ধরনের তদবির ও সুপারিশ গ্রহণযোগ্য হবে না।

০১। আবেদনকারীকে চেয়ারম্যান, পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি এর বরাবর দরখাস্তের নমুনা ছক মোতাবেক পূর্ণ নাম ও স্বাক্ষরসহ পূরণকৃত ছকের আবেদনপত্র
ও প্রয়োজনীয় বর্ণিত কাগভপত্রাদি সংযুক্ত পূর্বক আগামী ০৩/০৬/২০২৪খ্রি, তারিখ রোজ সোমবার অফিস চলাকালীন সময় বিকাল 5.০০ ঘটিকার মধ্যে
সিভিল সার্জন কার্যালয়ের সংশ্লিষ্ট শাখায় ডাকযোগে/সরাসরি পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পরে সরাসরি বা ডাকযোগে প্রেরিত কোন আবেদনপত্র
গ্রহণ করা হবে না।
আবেদনপত্রের নমুনা ছক /4 সাইজের অফসেট কাগজে তথ্যাবলী পূরণ পূর্বক দাখিল করতে হবে। আবেদনপত্রের ছক ও প্রবেশপত্রের নমুনা ছক পার্বত্য
জেলা পরিষদ, খাগড়াছড়ি এবং সিভিল সার্জন অফিস, খাগড়াছড়ি এর নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে। এছাড়া খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ওয়েব সাইটে
(/410105895-১) পাওয়া যাবে।

প্রার্থীর বয়স ০৯/০৫/২০২৪প্রি তারিখে ১৮ হতে ৩০ সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সরকারী বিধি
অনুযায়ী ৩২ (বত্রিশ) বছর পর্যন্ত শিথিলযোগ্য। উল্লেখ্য যে, বীর ক্ষেত্রে বয়স ৩২ (বত্রিশ) বছর। বয়সের ক্েত্রে কোন
এফিডেভিট গ্রহণযোগ্য নহে।

প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে। আবেদনপত্রের সাথে নিন্নোক্ত কাগজপত্রাদি (১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কতৃক সুস্পষ্ট নাম, পদবী,
পরিচিতি নম্বর উল্লেখসহ) সত্যায়িত করে সংযুক্ত করতে হবে। এসএসস্মিাতীয় পরিচয়পত্রজন্মনিবন্ধন সনদে প্রদত্ত জন্মতারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত
হবে।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌর মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ (সত্যায়িত)
১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদড চারিত্রিক সনদপত্র।
খাগড়াছড়ি পার্বত্য ভেলার স্থায়ী বাসিন্দার সমর্থনে ভেলা প্রশাসক অথবা সার্কেল টীফ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দার সনদ (সত্যায়িত)।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ডম্ার্ট এনআইডি কার্ড) (সত্যায়িত)।
আবেদনপত্রের সাথে ২ (দুই) কপি এবং প্রবেশপত্রের সাথে আঠা/গাম দিয়ে ০১ (এক) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে।
প্রার্থী বীর মুক্তিযোদ্ধাশহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা, পুত্রকন্যার পুত্কন্যা (নাতী/নাতনি) হলে আবেদনপত্রের সাথে বীর যুক্তিযোদ্ধা/শহীদ বীর
মুক্তিযোদ্ধার সনদ (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত সমদিত তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধা হিসেবে) সত্যায়িত। পৌরসভার মেয়রইউনিয়ন পরিষদ
চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত বীর মুক্তিযোদ্ধার সাথে প্রার্থীর সম্পর্ক সনদ (যা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রতিমবক্ষরিত) সংযুক্ত করতে হবে।
এতিমখানা নিবাসী, শারীরিক প্রতিবন্ধী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রার্থীদের উপর্যুক্ত কর্তৃপক্ষের নিকট হতে প্রদত্ত সনদ (সত্যায়িত)
আবেদনপত্রের সাথে প্রেরিত কোন কাগজপত্রাদি ফেরত প্রদান করা হবে না।
আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ 8০০/- (চারশত) টাকা (অফেরতযোগ্য) চেয়ারম্যান, পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি এর নামীয় সোনালী ব্যাংক,
খাগড়াছড়ি শাখার চলতি হিসাব নং- ৫3১২২০০০২৫২২৬-এ ভা দিয়ে জমা স্লিপের মূলকপি সংযুক্ত করতে হবে।
সরকারীআধা সরকারী াযততশাসিতাআধাসবায়ন্তশাসিত প্রতিষ্ঠানে টাকুরীরত প্রার্থীদের সরকারী বিধি বিধান অনুসরণ পূর্বক (নির্ধারিত বয়সসীমার মধ্যে)
অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ পূর্বক নির্ধারিত তারিখের মধ্যে আবেদন করতে হবে। সকল চাকুরীরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়
নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক ্রদ্ অনাপত্তি সনদ (এনওসি) এর সূল কপি জয়া দিতে হবে। আবেদনপঞ্রের কোন অগ্রীম কপি গ্রহণ করা হবে না।
অস্পূর্ণ রটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
আবেদনপত্রে কোন অসত্য তথ্য পরিবেশন করলে এবং দাখিলকৃত কাগভপত্রাদ ভরন্ত বলে প্রতিয়মান হলে নিয়োগের যে কোন পর্যায়ে আবেদনপঞ্রনিয়োগ
বাতিলসহ সংশ্লিষ্ট আবেদনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রাপ্ত আবেদনপত্র বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র যোগ্য ্রারথীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।
প্রবেশপত্রের মাধ্যমে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় ওয়েবসাইটে নোটিশ বোর্ড ও স্থানীয় পত্রিকার মাধ্যমে জানানো হবে। মৌখিক
পরীক্ষায় অংশগ্রহণের সময় আবেদনপত্রের সাথে সংযুক্ত সনদপত্রের মূলকপি উপস্থাপন করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন
প্রকার টিএডিএ প্রদান করা হবে না।
(কোটা সম্পর্কিত প্রচলিত সরকারী বিধি-বিধান, নীতিমালা অনুসরণ করা হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রাকন্যা এবং পুত্রকন্যা পাওয়া না
গেলে পুত্রাকন্যার পুত্রাকন্যা নিয়োগ করা হবে। একই সাথে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, চাকুরী প্রবিধান মোতাবেক খাগড়াছড়ি পার্বত্য জেলা
পরিষদ কর্তৃক নির্ধারিত সম্প্রদায় ভিত্তিক কোটা অনুসরণ করা হবে।
এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ আবেদনকারীদের পরীক্ষা গ্রহণ বা প্রার্থিত পদে নিয়োগ প্রদানে বাধ্য নহেন।
আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগ কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। এছাড়া কোন কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ প্রক্রিয়া
সথগিতাবাতিলপরত্যাহার/নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রদর্শিত শূন্য পদের সংখ্যা হাসবৃদ্ধি করার সম্পূর্ণ ্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
আবেদনকারীকে আবেদনপত্রের খামের উপরিভাগে লাল কালিতে আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে লিখতে হবে এবং খামের বাম পার্থে আবেদনকারীর পুরো
নাম ও ঠিকানা লিখতে হবে। এছাড়া কোন কোটা দাবী করা হলে (মুক্তিযোদ্ধা/এতিমখানা নিবাসী/আনসার-ভিডিপি প্রতিবন্ধী) খামের ডান পার্থ উপরিভাগে
উল্লেখ করতে হবে।
ক্রমিক নং ০১, ০২, 08 নং পদের প্রার্থীগণকে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) উত্তীর্ণ হলে সং্িষ্ট প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ
করতে হবে।
লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় অবশ্যই প্রবেশপত্র (মূলকপি) সঙ্গে আনতে হবে।
নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ স্াসথ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা-২০১৮ অনুসরণসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ
ও পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি বিধি বিধান প্রযোজ্য হবে।

১এ। সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং সিভিল সার্জনের স্বাস্থ্যগত প্রত্যয়ন চাকুরীতে নিয়োগের অন্যতম প্রধান শর্ত হিসেবে বিবেচিত হবে।

১৮। নিয়োগের ক্ষেত্রে কোন ধরনের তদবির ও সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে।

Source: Samakal

bd job openings, all bd job,bd job application,all bd job circular 2024,bd job Bangladesh,bd jobs,bangla bd jobs,bd job bd,bd job s,bdjob bd, bd jobs today,bangladesh job,bd job bank,bd job circular,bd job circular 2024,bd job circular today,bd job circular today dhaka,bd job circular 2024 bangla,bd job cv format,bd jobs near me,bd job dhaka today,bd job education,bd job govt 2024,govt bd job news,bd job in Bangladesh,all govt job bd,govt job bdjobs,govt job alert bd,govt job all circular,govt job list in bangladesh,govt bd jobs,govt job circular bangla,bd govt job bd,govt job bd circular 2024,bd govt job preparation,online job in Bangladesh,bd jobs apply online,online job site in Bangladesh,sokol chakrir khobor 2024,chakrir khabor,ajker chakrir khobor,ajker chakrir khobor 2024,prothom alo chakrir khobor, chakri khobor,chakri khabar,sarkari chakri khabar,চাকরি

bd_job_news_2024