রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) – রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ Security & Physical Protection Service Division-এ জনবল নিয়োগ এনপিসিবিএল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের Security & Physical Protection Service Division-এর জন্য জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ করছে।
বিজ্ঞপ্তি নং: এসসি-৪১৩/২৪ (১৭x8) তারিখ: ০৪ এপ্রিল ২০২৪
- Bangladesh Investment Development Authority Job Circular 2025
- জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- ELECTRICITY GENERATION COMPANY Job Circular 2025
পদের নাম ও সংখ্যা:
- ট্রেইনি ইঞ্জিনিয়ার (সিকিউরিটি) – ০১
- ট্রেইনি ইঞ্জিনিয়ার (সার্ভার) – ০২
- ট্রেইনি ইঞ্জিনিয়ার (ইলেকট্রনিক্স) – ০৩
- ট্রেইনি ইঞ্জিনিয়ার (সিকিউরিটি এনালাইসিস) – ০৭
- ট্রেইনি ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্যাল মেইনটেন্যান্স টেকনিশিয়ান – ০৭
- টেকনিক্যাল অ্যাটেনডেন্ট – ০২
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা:
০১ ট্রেইনি ইঞ্জিনিয়ার (সিকিউরিটি)
- সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোন বিশ্ববিদ্যালয় থেকে এ্যাপ্লাইড ফিজিক্স এন্ড/এন্ড ইলেকট্রনিক/এন্ড ফিজিক্যাল প্রোটেকশন ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক (৪ বছর) / স্নাতকোত্তর ডিগ্রি বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি
- পদ সংখ্যা: ০১
০২ ট্রেইনি ইঞ্জিনিয়ার (সার্ভার)
- সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোন বিশ্ববিদ্যালয় থেকে
- পদ সংখ্যা: ০
- জাপাইড ফিজিম ইপেকটনিহ / ইলেকটিক্যাল As ইলেকটনিক ইঞ্জিনিয়ারি / ইলেকট্রিক্যাল, ইলেক্ট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক (৪ বছর) / স্নাতকোত্তর ডিগ্রি বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি
০৩ ট্রেইনি ইঞ্জিনিয়ার (ইলেকট্রনিক্স)
- সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোন বিশ্ববিদ্যালয় থেকে
- পদ সংখ্যা: এ্যাপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্সে স্নাতক 8 (শহর) / স্নাতকোত্তর ডিগ্রি বা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রিক্যাল, ইলেক্ট্রনিক কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি
০৪ ট্রেইনি ইঞ্জিনিয়ার (সিকিউরিটি এনালাইসিস)
- সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোন বিশ্ববিদ্যালয় থেকে
- যেকোন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিংডিগ্রি
- পদ সংখ্যা: ০৭
০০ ট্রেইনি ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্যাল মেইনটেন্যান্স টেকনিশিয়ান
- বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকার অনুমোদিত কোন শিক্ষা প্রতিষ্ঠান
- ইঞ্জিনিয়ার (ইলেকট্রনিক থেকে ইলেকট্রনিক টেকনোলজি / ডাটা টেলিকমিউনিকেশন রাস্ত Hেটওয়ার্কিং মেইনটেন্যান্স) টেকনোলজি / টেলিকমিউনিকেশন টেকনোলজি / কম্পিউটার টেকনোলজি / কম্পিউটার
- পদ সংখ্যা: ০৭
- সাইন্স এন্ড টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং
০৬ টেকনিক্যাল অ্যাটেনডেন্ট
- বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকার অনুমোদিত কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে
- পদ সংখ্যা: ০২
- এসএসসি (ভোকেশনাল) এবং সংশ্লিষ্টকাজে ৫ (পাঁচ) বছর চাকুরির অভিজ্ঞতা
- Bangladesh Investment Development Authority Job Circular 2025
- জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- ELECTRICITY GENERATION COMPANY Job Circular 2025
আবশ্যকীয় অন্যান্য যোগ্যতা:
- প্রতিটি পাবলিক পরীক্ষার ন্যূনতম জিপিএ/সিজিপিএ ৫.০০ এর মধ্যে ৪.০০ অথবা ৪.০০ এর মধ্যে ৩.০০ থাকতে হবে; সনাতন ফলাফল পদ্ধতির অধীন প্রতিটি পাবলিক পরীক্ষায় ১ম বিভাগ প্রাপ্তগণ আবেদন করতে পারবেন।
- কাজের প্রকৃতি বিবেচনায় কেবল পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
- কম্পিউটার অ্যাপ্লিকেশনে বিশেষভাবে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ও এমএস পাওয়ার পয়েন্ট এবং ইউনিকোড টাইপিং-এ দক্ষতা থাকতে হবে।
- মৌখিক ও লিখিত উভয় ক্ষেত্রেবাংলা ও ইংরেজি ভাষায় উৎকৃষ্ট যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
- শারীরিক যোগ্যতা/মাপ: ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ন্যূনতম বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি এবং ওজন বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত ন্যূনতম পরিমাপের থাকতে হবে।
- আবেদনের শেষ তারিখে সর্বোচ্চ বয়সসীমা: ৩০ (ত্রিশ) বছর [ভবে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান- সন্ততিদের জন্য ৩২ (বত্রিশ) বছর পর্যন্ত শিথিলযোগ্য]।
বেতন, সুযোগ-সুবিধা ও অন্যান্য শর্তাবলি:
- প্রথম ২ (দুই) বছর প্রবেশনকাল গণ্য হবে, তবে তা প্রবেশনকালীন প্রশিক্ষণের ফলাফল এবং/অথবা পারফরম্যান্সের ভিত্তিতে বর্ধিত করা হতে পারে।
- প্রবেশনকাল সফলভাবে সমাপ্তিতে NPCBL-এ ট্রেইনি ইঞ্জিনিয়ারের চাকুরি ইঞ্জিনিয়ার বা সমমান (গ্রেড-৮) পদে, ট্রেইনি ইলেক্ট্রনিক্যাল (গ্রেড-১০) পদে এবং চেইনি টেকনিক্যাল সাব-আসিস্টান্ট ইঞ্জিনিয়ারিংয়ের চাকুরি সাব-আসিস্টান্ট গ্রেড বা সমমান (গ্রেড-১৭) পদে নিয়মিতকরণ/নিশ্চিতকরণ করা হবে।
- কর্মস্থল হবে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বা NPCBL নির্ধারিত যেকোন স্থানে।
- প্রবেশনকালে নির্ধারিত সাকুল্য বেতন এবং বিধি মোতাবেক উৎসব ভাতা প্রদান করা হবে।
আবেদন ও নির্বাচন পদ্ধতি:
- আগ্রহী প্রার্থী “Online Application Form” এর মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের সময় প্রয়োজনীয় তথ্যসহ প্রার্থীর স্ক্যানকৃত ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।
- বর্তমানে কোন প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অনলাইনে আবেদন দাখিলের পূর্বের যে-কোন তারিখে “আবেদনের বিষয়ে নিয়োগকর্তা কর্তৃক ইস্যুকৃত অনাপত্তিপত্র (NOC)” সংগ্রহ করতে হবে এবং উক্ত NOC মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।
- প্রত্যেক প্রার্থীকে তার আবেদন নিশ্চিতকরণের জন্য Teletalk Mobile Connection থেকে এসএমএস (SMS) এর মাধ্যমে অফেরতযোগ্য ৫০০/- (পাঁচশত) টাকা পরিশোধ করতে হবে।
- লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই ও প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র প্রাপ্তিসাপেক্ষে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।
- যেকোন ধরণের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।
- NPCBL কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই পদ-সংখ্যা বৃদ্ধি/ক্ষাসকরার এবং যেকোন বা সকল আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
বিস্তারিত তথ্যের জন্য দয়া করে ভিজিট করুন: www.rooppurpp.gov.bd অথবা http://npcbl.portal.gov.bd
আবশ্যকীয় অন্যান্য যোগ্যতা:
- ন্যূনতম জিপিএ 4.00.
- কেবল পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
- কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষতা।
- বাংলা ও ইংরেজিতে উচ্চারণে দক্ষতা।
- ন্যূনতম উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি।
- বয়সসীমা: 30 বছর (মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য 32 বছর)।
- Bangladesh Investment Development Authority Job Circular 2025
- জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- ELECTRICITY GENERATION COMPANY Job Circular 2025
আবেদন পদ্ধতি:
- অনলাইনে আবেদন করতে হবে।
- আবেদনের শেষ তারিখ: 05.05.2024।
- আবেদন ফি: 500/- টাকা।
- বিস্তারিত তথ্যের জন্য: www.rooppurpp.gov.bd অথবা http://npcbl.portal.gov.bd
বিশেষ দ্রষ্টব্য:
- সুপারিশ গ্রহণযোগ্য নয়।
- এনপিসিবিএল কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই পদ সংখ্যা বৃদ্ধি/ক্লাস করার এবং যেকোনো বা সকল আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

bd job openings, all bd job,bd job application,all bd job circular 2024,bd job Bangladesh,bd jobs,bangla bd jobs,bd job bd,bd job s,bdjob bd, bd jobs today,bangladesh job,bd job bank,bd job circular,bd job circular 2024,bd job circular today,bd job circular today dhaka,bd job circular 2024 bangla,bd job cv format,bd jobs near me,bd job dhaka today,bd job education,bd job govt 2024,govt bd job news,bd job in Bangladesh,all govt job bd,govt job bdjobs,govt job alert bd,govt job all circular,govt job list in bangladesh,govt bd jobs,govt job circular bangla,bd govt job bd,govt job bd circular 2024,bd govt job preparation,online job in Bangladesh,bd jobs apply online,online job site in Bangladesh,sokol chakrir khobor 2024,chakrir khabor,ajker chakrir khobor,ajker chakrir khobor 2024,prothom alo chakrir khobor, chakri khobor,chakri khabar,sarkari chakri khabar,চাকরি
