বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে চাকরির বিজ্ঞপ্তি ২০২৪

bd_jobs_news_2024

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে চাকরির বিজ্ঞপ্তি

পদ: অফিস সহায়ক (০২ জন)

বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০ টাকা

যোগ্যতা:

  • অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • বাংলা ও ইংরেজি ভাষায় পড়া, লেখা ও কথা বলার সাবলীল জ্ঞান।
  • কম্পিউটারের প্রাথমিক জ্ঞান।

আবেদনের নিয়ম:

  • আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আগামী ০৩ মার্চ ২০২৪ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে ১৮ মার্চ ২০২৪ তারিখ রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন।
  • প্রার্থীগণ www.sec.gov.bd এই ওয়েবসাইটে আবেদন পত্র পূরণের লিংক পাবেন।
  • বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুকূলে ক্রমিক নং ০১ এ উল্লিখিত পদের জন্য ১০০.০০ (একশত) টাকা আবেদন ফি বিকাশ/নগদ এর মাধ্যমে জমা প্রদান করতে হবে। উল্লেখ্য, আবেদনপত্র দাখিলের পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে প্রযোজ্য ফি জমা প্রদান করতে হবে।

বয়সসীমা:

  • সাধারণ প্রার্থীর জন্য: ১৮ থেকে ৩০ বছর।
  • সরকারি বিধান মোতাবেক মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য: ১৮ থেকে ৩২ বছর।

অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য:

  • সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
  • প্রার্থীকর্তৃক প্রদত্ত কোনো তথ্য জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • তথ্য ভুল প্রমাণিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। কোনো প্রকার তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
  • ২০তম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
  • পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি হতে পারে।
  • এমসিকিউ লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
  • নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যেকোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
  • পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলা

Source: Banik Barta

bd job openings, all bd job,bd job application,all bd job circular 2024,bd job Bangladesh,bd jobs,bangla bd jobs,bd job bd,bd job s,bdjob bd, bd jobs today,bangladesh job,bd job bank,bd job circular,bd job circular 2024,bd job circular today,bd job circular today dhaka,bd job circular 2024 bangla,bd job cv format,bd jobs near me,bd job dhaka today,bd job education,bd job govt 2024,govt bd job news,bd job in Bangladesh,all govt job bd,govt job bdjobs,govt job alert bd,govt job all circular,govt job list in bangladesh,govt bd jobs,govt job circular bangla,bd govt job bd,govt job bd circular 2024,bd govt job preparation,online job in Bangladesh,bd jobs apply online,online job site in Bangladesh,sokol chakrir khobor 2024,chakrir khabor,ajker chakrir khobor,ajker chakrir khobor 2024,prothom alo chakrir khobor, chakri khobor,chakri khabar,sarkari chakri khabar,চাকরি

bd_job_news_2024