জেলা প্রশাসকের কার্যালয়, মেহেরপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

bd_jobs_news_2024

নিয়োগ বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জেলা প্রশাসকের কার্যালয়, মেহেরপুর (সংস্থাপন শাখা)

তারিখ: ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১ / ০৬ মে ২০২৪

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্বৃত্ত কর্মচারী শাখার স্মারকের আলোকে জেলা প্রশাসকের কার্যালয়, মেহেরপুর এবং অধীনস্থ অফিসের জন্য
কিছু পদে নিয়োগ দেওয়া হবে।

শূন্য পদের তালিকা:

ক্রমপদের নামবেতন স্কেলপদের সংখ্যাশিক্ষাগত যোগ্যতা
০১অফিস সহায়কগ্রেড-২০ (৮২৫০-২০০১০/-)০৬ (ছয়) টিকোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
০২নিরাপত্তা প্রহরীগ্রেড-২০ (৮২৫০-২০০১০/-)০৬ (ছয়) টিকোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
০৩নিরাপত্তা প্রহরী (সার্কিট হাউজ)গ্রেড-২০ (৮২৫০-২০০১০/-)০১ (এক) টিকোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
০৪বেয়ারার (সার্কিট হাউজ)গ্রেড-২০ (৮২৫০-২০০১০/-)০১ (এক) টিকোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
০৫মালী (সার্কিট হাউজ)গ্রেড-২০ (৮২৫০-২০০১০/-)০১ (এক) টি(১) কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
০৬পরিচ্ছন্নতাকর্মী (সার্কিট হাউজ)গ্রেড-২০ (৮২৫০-২০০১০/-)০১ (এক) টি(১) কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

আবেদনের শর্তাবলী:

  • প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
  • জেলা প্রশাসক, মেহেরপুর বরাবর আবেদন করতে হবে।
  • প্রার্থীর বয়সসীমা ০৮ জুলাই ২০২৪ তারিখে ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সময়সীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
  • অনলাইন ছাড়া অন্য কোন মাধ্যমে করা আবেদন গ্রহণযোগ্য হবে না।

বিস্তারিত তথ্যের জন্য বিজ্ঞপ্তির ছবি দেখুন।

bd jobs news 2024
bd jobs news 2024
bd_job_news_2024