চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Chandpur DC Office Job Circular 2024

চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর ও অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের নিম্নবর্ণিত শূন্য পদের বিপরীতে প্রদর্শিত ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে প্রদত্ত বেতন ভাতায় সম্পূর্ণ অস্থায়ীভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত নিম্নোক্ত শর্তে অনলাইনে (http://dcchandpur.teletalk.com.bd ওয়েবসাইটে) জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

সংস্থার নামঃ চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়।
পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
পোষ্ট ক্যাটাগরীঃ ০৪
মোট পদ সংখ্যাঃ ১৪।
ধরনঃ ফুল টাইম
বেতন স্কেলঃ ১০,২০০-২৪,৬৮০/- থেকে ৯৩০০-২২,৮৯০/- টাকা।
চাকরির ধরনঃ সরকরি চাকরি
সার্কুলার প্রকাশিত তারিখঃ ০১ ফেব্রুয়ারী ২০২৪।
আবেদন শুরু তারিখঃ ০৬ ফেব্রুয়ারী ২০২৪ সকাল ১০টা থেকে।
আবেদনের শেষ তারিখঃ ২৭ ফেব্রুয়ারী ২০২৪ বিকেল ৫টা পর্যন্ত।
কিভাবে আবেদন করতে হবে: অনলাইনের মাধ্যেমে।

পদের নামঃ সহকারী প্রশাসনিক কর্মকর্তা (পূর্বের সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর)।
পদের সংখ্যাঃ ০৪টি
গ্রেডঃ ১৪
বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
(খ) ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডসিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবলসুটিং-এ দক্ষতা থাকতে হবে।
(গ) কম্পিউটার হার্ডওয়্যার বিষয়ে বেসিক ধারণা থাকতে হবে।
(ঘ) সাঁটলিপিতে ন্যুনতম প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দের গতি সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে গতি ন্যূনতম বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ থাকতে হবে।

পদের নামঃ সহকারী প্রশাসনিক কর্মকর্তা (পূর্বের পরিসংখ্যান সংকারী)
পদের সংখ্যাঃ ০১টি
গ্রেডঃ ১৪
বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
(খ) কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
(গ) ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডসিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবলসুটিং-এ দক্ষতা থাকতে হবে।
(ঘ) কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে গতি ন্যূনতম বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যাঃ ০৭টি
গ্রেডঃ ১৬
বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
(খ) কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে ।
(গ) ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডসিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবলসুটিং-এ দক্ষতা থাকতে হবে।
(ঘ) কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে গতি ন্যূনতম বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

পদের নামঃ বেঞ্চ সহকারী
পদের সংখ্যাঃ ০২টি
গ্রেডঃ ১৬
বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ ক) কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
(খ) কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।
(গ) ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডসিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবলসুটিং-এ দক্ষতা থাকতে হবে।
(ঘ) কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে গতি ন্যূনতম বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলি:

অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলি:

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://dcchandpur.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরুপ:

  • i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ০৬/02/2014 খ্রি. সকাল ১০:০০টা।
  • ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : 27/02/2014 খ্রি. বিকাল ৪:০০ টা। উক্ত সময়সীমার মধ্যে মধ্যে USER
  • ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২(বাহাত্তর) ঘন্টার মধ্যে Teletalk pre-paid mobile এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি ( দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ 100 KB ও স্বাক্ষর ৬০ KB হতে হবে।

Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online- আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে নিশ্চিত হবেন।

প্রার্থী Online – পুরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

Chandpur DC Office Job Circular ২০২৪ প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান:

Chandpur DC Office Job Circular ২০২৪ SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন।

আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য, ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি নিশ্চিত করে ডাউনলোড ও রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant’s copy-তে একটি User ID থাকবে এবং User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk pre-paid mobile নম্বর এর মাধ্যমে ০২ (দুইটি) SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা এবং অনলাইন ফি বা Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩/-(তেইশ) টাকা অফেরতযোগ্য মোট ২২৩/-(দুইশত তেইশ) টাকা পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না”।

প্রথম SMS : DCCHANDPUR <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example DCCHANDPUR ABCDEF

Reply: Applicant’s Name, Tk. 223 Will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type DCCHANDPUR Yes PIN and send to 16222.

দ্বিতীয় SMS: DCCHANDPUR <space> Yes <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: DCCHANDPUR YES 12345678

Reply Congratulations Applicant’s Name, payment completed successfully for DCCHANDPUR Application for post xxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxx)

bd job openings, all bd job,bd job application,all bd job circular 2024,bd job Bangladesh,bd jobs,bangla bd jobs,bd job bd,bd job s,bdjob bd, bd jobs today,bangladesh job,bd job bank,bd job circular,bd job circular 2024,bd job circular today,bd job circular today dhaka,bd job circular 2024 bangla,bd job cv format,bd jobs near me,bd job dhaka today,bd job education,bd job govt 2024,govt bd job news,bd job in Bangladesh,all govt job bd,govt job bdjobs,govt job alert bd,govt job all circular,govt job list in bangladesh,govt bd jobs,govt job circular bangla,bd govt job bd,govt job bd circular 2024,bd govt job preparation,online job in Bangladesh,bd jobs apply online,online job site in Bangladesh,sokol chakrir khobor 2024,chakrir khabor,ajker chakrir khobor,ajker chakrir khobor 2024,prothom alo chakrir khobor, chakri khobor,chakri khabar,sarkari chakri khabar,চাকরি

bd_job_news_2024