গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Gopalganj DC Office Job Circular 2024

গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Gopalganj DC Office Job Circular 2024 গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক প্রকাশিত হয়েছে। Gopalganj DC Office Job Circular 2024-এর মাধ্যমে ১৫ জন জনবল নিয়োগ করবে। যারা গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – এর জন্য আবেদন করতে চান তারা নীচের বিবরণ দেখতে পারেন।

গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – এর অনলাইনে আবেদন ১৮ জানুয়ারী ২০২৪ এ শুরু হবে এবং শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারী ২০২৪। গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Gopalganj DC Office Job Circular 2024-এ ০৫টি বিভাগে মোট ১৫ টি পদে নিয়োগ দিচ্ছে। নীচে বিশদ বিবরণ রয়েছে, অনুগ্রহ করে প্রথমে সার্কুলার পড়ুন।

জেলা প্রশাসকের কার্যালয় গোপালগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

আপনি কি জেলা প্রশাসকের কার্যালয় গোপালগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪  খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক ওয়েব সাইটে প্রবেশ করেছেন । আমরা এই সাইটে নিয়মিত চলমান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি । তাই আপনি যদি জেলা প্রশাসকের কার্যালয় গোপালগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – এর নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে পারেন । এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে ।

গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সর্ম্পকে সংক্ষেপঃ

জেলা সৃষ্টির ইতিহাসমধুমতির কোল ঘেঁষে গড়ে উঠেছে আজকের গোপালগঞ্জ শহর। প্রাচীনকালে এ এলাকাটি বঙ্গ অঞ্চলের অন্তর্গত ছিল। সুলতানী ও মোঘল যুগে এ অঞ্চল হিন্দু রাজারা শাসন করতেন। চিরস্থায়ী বন্দোবস্তের (১৭৯৩) সময় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা ছিল যশোর জেলার অন্তর্গত আর বাকী অংশ ছিল ঢাকা-জালালপুর জেলার অন্তর্ভুক্ত। ১৮০৭ সালে মুকসুদপুর থানা যশোর থেকে ফরিদপুর জেলার সাথে যুক্ত হয়। ফরিদপুর জেলার একটি পরগনার নাম ছিল জালালপুর। গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া জালালপুর পরগনাভুক্ত ছিল। ১৮১২ সালে চান্দনা (মধুমতি) নদী যশোর ও ঢাকা-জালালপুর জেলার বিভক্ত রেখা হিসেবে নির্ধারিত হয়। গোপালগঞ্জ-মাদারীপুর এলাকা ছিল বিশাল জলাভূমি। এখানে নৌ-ডাকাতির প্রকোপ ছিল বেশী। এজন্য বাকেরগঞ্জ থেকে বিভাজিত হয়ে ১৮৫৪ সালে মাদারীপুর মহকুমা প্রতিষ্ঠিত হয়।
১৮৭২ সালে মাদারীপুর মহকুমায় গোপালগঞ্জ নামক একটি থানা গঠিত হয়। ১৮৭৩ সালে মাদারীপুর মহকুমাকে বাকেরগঞ্জ জেলা থেকে ফরিদপুর জেলার সঙ্গে যুক্ত করা হয়। ১৯০৯ সালে মাদারীপুর মহকুমাকে ভেঙ্গে গোপালগঞ্জ মহকুমা গঠন করা হয়। গোপালগঞ্জ এবং কোটালীপাড়া থানার সঙ্গে ফরিদপুর মহকুমার মুকসুদপুর থানাকে নবগঠিত গোপালগঞ্জ মহকুমার অন্তর্ভুক্ত করা হয়।
গোপালগঞ্জের প্রথম মহকুমা প্রশাসক ছিলেন জনাব সুরেশ চন্দ্র সেন। ১৯১০ সালে মহকুমা প্রশাসকের বেঞ্চ কোর্ট ফৌজদারি কোর্টে উন্নীত হয়। ১৯২১ সালে গোপালগঞ্জ শহরের মানে উন্নীত হয়। আদমশুমারি অনুযায়ী তখন গোপালগঞ্জ শহরের লোকসংখ্যা ছিল ৩ হাজার ৪ শত ৭৮ জন। ১৯২৫ সালে গোপালগঞ্জে সিভিল কোর্ট চালু হয়।
১৯৩৬ সালে মুকসুদপুর থানা বিভক্ত হয়ে কাশিয়ানী থানা গঠিত হয়। ১৯৭৪ সালে গোপালগঞ্জ সদর থানাকে ভেঙ্গে টুঙ্গিপাড়া নামক একটি থানা গঠন করা হয়। ১৯৮৪ সালের ১ ফেব্রুয়ারি গোপালগঞ্জ মহকুমাকে জেলায় উন্নীত করা হয়। গোপালগঞ্জ জেলার প্রথম জেলা প্রশাসক ছিলেন জনাব এ. এফ. এম. এহিয়া চৌধুরী। বর্তমান জেলা প্রশাসক জনাব কাজী মাহবুবুল আলম ২০২২ সালের ০৪ ডিসেম্বর থেকে অদ্যাবধি দায়িত্ব পালন করে আসছেন।
নামকরণকলকাতার জ্ঞানবাজার নিবাসী প্রীতিরাম দাস ১৮০০ খ্রিষ্টাব্দে অনুর্বর অসমতল মকিমপুর পরগনা (বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলার আওতায়) জমিদারী তৎসময়ে ঊনিশ হাজার টাকা দিয়ে ক্রয় করেন। তার দ্বিতীয় পুত্র রাজচন্দ্র দাস ১৮০৪ খ্রিষ্টাব্দের ২১ এপ্রিল মাহিষ্য বংশীয় মেয়ে রাসমনিকে বিয়ে করেন। জমিদার রাজচন্দ্র তার স্ত্রী রানী রাসমনি ও তাঁর বিবাহিত তিন মেয়েকে রেখে ১৮৩৬ খ্রিষ্টাব্দের ৯ জুন মাত্র ৪৯ বৎসর বয়সে মারা যান। জমিদার রাজচন্দ্র ও রাসমনির কোন পুত্র সন্তান ছিলনা। চার কন্যার মধ্যে প্রথম কন্যা পদ্মমনির বিয়ে হয় রামচন্দ্রের সাথে। তাঁদের মহেন্দ্র নাথ, গনেশচন্দ্র, সৌদামিনী, সুভদ্রা, বলরাম, কালী এবং সতীনাথ নামে সাতটি সন্তান জন্ম হয়। প্রথম পুত্র মহেন্দ্র নাথ অকালে মৃত্যুবরণ করেন। ফলে জীবিত বয়েজ্যেষ্ঠ পুত্র গনেশ জমিদার হন। খাটরা এস্টেটের প্রজারা রানীর প্রতি শ্রদ্ধা জানাতে খাটরা এস্টেটের রাজগঞ্জ বাজারের নাম বদল করে রানীর নাতি তথা গনেশের একমাত্র পুত্র নব গোপালের নামানুসারে রাখতে চান। নব গোপালের নামের “গোপাল ” ও রাজগঞ্জের “গঞ্জ” এই মিলিয়ে গোপালগঞ্জ নামকরণ করা হয়।

আরো বিস্তারিত

গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সর্ম্পকে সংক্ষেপঃ

সংস্থার নামঃ গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়।
পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
পোষ্ট ক্যাটাগরীঃ ০৫।
মোট পদ সংখ্যাঃ ১৫।
ধরনঃ ফুল টাইম
বেতন স্কেলঃ ১১০০০-২৬৫৯০/- থেকে ৯৩০০-২২৪৯০/- টাকা।
সার্কুলার প্রকাশিত তারিখঃ ১৭ জানুয়ারী ২০২৪।
আবেদন শুরু তারিখঃ ১৮ জানুয়ারী ২০২৪ সকাল ১০টা থেকে।
আবেদনের শেষ তারিখঃ ১৬ ফেব্রুয়ারী ২০২৪ বিকেল ৫টা পর্যন্ত।
কিভাবে আবেদন করতে হবে: অনলাইনের মাধ্যেমে।

গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
সংস্থার নামঃগোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ।
পদের নামঃবিস্তারিত নিচে দেখুন।
পোস্টিংঃকতৃপক্ষের উপর নির্ভর করে।
পদ সংখ্যাঃ১৫
আবেদনডাক যোগের মাধ্যেম।
চাকরির ধরনঃসরকারি চাকরি
লিঙ্গঃছেলে ও মেয়ে।
বয়সঃ১৮ -৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতাঃবিস্তারি সার্কুলারে দেখুন।
অভিজ্ঞতাঃসার্কুলারে দেখুন।
বেতন স্কেলঃ১১০০০-২৬৫৯০/- থেকে ৯৩০০-২২৪৯০/-টাকা।
অন্যান্য সুবিধাসরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।
আবেদন শুরু তারিখঃ১৮ জানুয়ারী ২০২৪
আবেদনের শেষ তারিখঃ১৬ ফেব্রুয়ারী ২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটdcGopalganj.teletalk.com.bd/
দেখুন গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ Image

গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা

পদের নামঃ উপ-প্রশাসনিক কর্মকর্তা (পূর্বতন সাঁটলিপিকার- কাম-কম্পিউটার অপারেটর)
পদের সংখ্যাঃ৩টি
গ্রেডঃ ১৩
বেতন স্কেলঃ ১১০০০–১৬৫৯০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রী।
(খ) ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডসিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবলসুটিং-এ দক্ষতা।
(গ) কম্পিউটার হার্ডওয়্যার বিষয়ে বেসিক ধারণা।
(ঘ) সাঁটলিপিতে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দের গতি সম্পন্ন হতে হবে ।
(ঙ) কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং-এ প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি সম্পন্ন হতে হবে।

পদের নামঃ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যাঃ৫টি
গ্রেডঃ ১৬
বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
ক)কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ) কম্পিউটার চালনায় অভিজ্ঞতা।
গ) ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবলসুটিং-এ দক্ষতা থাকতে হবে।
ঘ) বাংলা ও ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে।

পদের নামঃ কপিস্ট
পদের সংখ্যাঃ৪টি
গ্রেডঃ ১৬
বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
ক)কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ) কম্পিউটার চালনায় অভিজ্ঞতা।
গ) ওয়ার্ড প্রসেসিং,স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবলসুটিং-এ দক্ষতা থাকতে হবে।
ঘ) বাংলা ও ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে।

পদের নামঃ বেঞ্চ সহকারী
পদের সংখ্যাঃ ২টি
গ্রেডঃ ১৬
বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ) কম্পিউটার চালনায় অভিজ্ঞতা।
গ) ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবলসুটিং-এ দক্ষতা থাকতে হবে।
ঘ) বাংলা ও ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে।

পদের নামঃ লাইব্রেরি সহকারী
পদের সংখ্যাঃ ১টি
গ্রেডঃ ১৬
বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ
ক) কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
খ) কম্পিউটার চালনায় অভিজ্ঞতা।
গ) ওয়ার্ড প্রসেসিং,স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবলসুটিং-এ দক্ষতা থাকতে হবে।
ঘ) বাংলা ও ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ থাকতে হবে।

bd job openings, all bd job,bd job application,all bd job circular 2024,bd job Bangladesh,bd jobs,bangla bd jobs,bd job bd,bd job s,bdjob bd, bd jobs today,bangladesh job,bd job bank,bd job circular,bd job circular 2024,bd job circular today,bd job circular today dhaka,bd job circular 2024 bangla,bd job cv format,bd jobs near me,bd job dhaka today,bd job education,bd job govt 2024,govt bd job news,bd job in Bangladesh,all govt job bd,govt job bdjobs,govt job alert bd,govt job all circular,govt job list in bangladesh,govt bd jobs,govt job circular bangla,bd govt job bd,govt job bd circular 2024,bd govt job preparation,online job in Bangladesh,bd jobs apply online,online job site in Bangladesh,sokol chakrir khobor 2024,chakrir khabor,ajker chakrir khobor,ajker chakrir khobor 2024,prothom alo chakrir khobor, chakri khobor,chakri khabar,sarkari chakri khabar,চাকরি

bd_job_news_2024