Bangladesh Coal Power Generation Company Bangladesh Limited (CPGCBL)
(An enterprise of Government of the People’s Republic of Bangladesh)
তারিখ: ১৫-০৫-২০২৪ খ্রি.
নিয়োগ বিজ্ঞপ্তি
কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শতভাগ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান) এর অধীনে নিম্নবর্ণিত পদসমূহে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে শর্ত সাপেক্ষে দরখাস্ত আহবান করা যাচ্ছে:
ক্র. নং | পদের নাম, গ্রেড ও মূল বেতন | সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা | বয়স সীমা (১৬-০৫-২০২৪ খ্রি. এ) |
---|---|---|---|---|
১ | ব্যবস্থাপক (নিরাপত্তা), গ্রেড-০৫, মূল বেতন: ৯১,০০০/- | ০১ (এক) টি | সরকার/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি। প্রার্থীকেঅবশ্যই সশস্ত্র বাহিনীর এর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন বা তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাহতে হবে; শাখা/বিভাগে কর্ম অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাগণ অগ্রাধিকার পাবেন। চাকুরি হতে অবসর গ্রহণের প্রমাণপত্র (পেনশন বুক এর সংশ্লিষ্ট পৃষ্ঠার ফটোকপি/গ্রহণযোগ্য ডকুমেন্ট) দাখিল করতে হবে। | সর্বোচ্চ ৪৫ বছর |
২ | ব্যবস্থাপক (কেমিস্ট), গ্রেড-০৫, মূল বেতন: ৯১,০০০/- | ০১ (এক) টি | সরকার/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রসায়ন/ফলিত রসায়ন এ ০৪ (চার) বছরের স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি বা কেমিকৌশল এ বি.এস.সি ডিগ্রি; বিদ্যুৎ উৎপাদন/বিতরণ/সঞ্চালন ইউটিলিটিতে ০৮ (আট) বছরের কর্ম অভিজ্ঞতা [তন্মধ্যেউপ-ব্যবস্থাপক (কেমিস্ট) / সমমান পদে ০৪ (চার) বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।] | সর্বোচ্চ ৪০ বছর |
৩ | চিকিৎসা কর্মকর্তা, গ্রেড-০৮, মূল বেতন: ৫২,০০০/- | ০১ (এক) টি | সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান হতে এমবিবিএস বা সমমান ডিগ্রিসহ ১ বছরের ইন্টার্নশিপ ও বিএমডিসি রেজি, থাকতে হবে। | সর্বোচ্চ ৩৫ বছর |
৪ | সহকারী ব্যবস্থাপক (কমার্শিয়াল), গ্রেড-০৮, মূল বেতন: ৫২,০০০/- | ০১ (এক) টি | সরকার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠান থেকে Commerce / Finance / Accounting / Marketing / MBA (০৪ বছরের স্নাতক ডিগ্রি অথবা ০৩ (তিন) বছরের সম্মানসহ ০১ (এক) বছরের স্নাতকোত্তর ডিগ্রি)। সিএমএ বা সিএ ডিগ্রি ধারীরা অগ্রাধিকার পাবে। | ১) সর্বোচ্চ ৩০ বছর; ২) মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধীদের জন্য ৩২ বছর (১৬-০৫-২০২৪ খ্রি. তারিখে) |
৫ | জুনিয়র সহকারী ব্যবস্থাপক (এইচআরএম/এডমিন/স্টোর), গ্রেড-১০, মূল বেতন: ৪০,০০০/- | ০৬ (ছয়) টি | সরকার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠান থেকে HR / Management or any other relevant subject এ ০৪ (চার) বছরের স্নাতক ডিগ্রি অথবা ০৩ (তিন) বছরের সম্মানসহ ০১ (এক) বছরের স্নাতকোত্তর ডিগ্রি। এমবিএ/স্নাতকোত্তর ডিগ্রির সাথে পিজিডিএইচআরএম ডিগ্রি ধারীরা অগ্রাধিকার পাবে। | সর্বোচ্চ ৩০ বছর |
৬ | জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/নিরীক্ষা), গ্রেড-১০, মূল বেতন: ৪০,০০০/- | ০৬ (ছয়) টি | সরকার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠান থেকে Commerce / Finance / Accounting / MBA (০৪ বছরের স্নাতক ডিগ্রি অথবা ০৩ (তিন) বছরের সম্মানসহ ০১ (এক) বছরের স্নাতকোত্তর ডিগ্রি)। সিএমএ বা সিএ ডিগ্রি ধারীরা অগ্রাধিকার পাবে। | সর্বোচ্চ ৩০ বছর |
৭ | উপ-সহকারী প্রকৌশলী (তড়িৎ/যান্ত্রিক/অটোমোবাইল), গ্রেড-১০, মূল বেতন: ৪০,০০০/- | তড়িৎ-০৮, যান্ত্রিক-০৮, অটো- মোবা.-০২ | যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল/মেকানিক্যাল/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। | সর্বোচ্চ ৩০ বছর |
ভাতা ও অন্যান্য সুবিধা:
ক) সিপিজিসিবিএল এর পে-স্কেল-২০১৬ ও সিপিজিসিবিএল (কর্মচারী) চাকুরি বিধিমালা-২০১৭ অনুযায়ী বাড়ি ভাড়া, প্রতি বছর ০২ টি উৎসব ভাতা, নববর্ষ ভাতা, যৌথ ভবিষ্য তহবিল, গ্রুপ ইন্স্যুরেন্স, অর্জিত ছুটি নগদায়ন, গ্রাচ্যুইটি, চিকিৎসা ভাতা প্রাপ্য হবেন;
খ) কর্মকর্তা কর্তৃক আয়কর প্রদান করতে হবে।
চাকুরির ধরন:
০১ (এক) বছর শিক্ষানবিশ কালসহ ০৩ (তিন) বছরের জন্য চুক্তিভিত্তিতে নিয়োগযোগ্য এবং পরবর্তীতে সন্তোষজনক কর্মমূল্যায়ন (Performance Appraisal) এর ভিত্তিতে ব্যবস্থাপনা পরিচালক, সিপিজিসিবিএল এর অনুমোদনক্রমে চাকুরির মেয়াদ ৬০ (ষাট) বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য।
সাধারণ শর্তাবলি:
১) সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত অথবা সরকারি মালিকানাধীন কোম্পানি/প্রতিষ্ঠানে কর্মরতদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে;
২) শিক্ষা জীবনের কোন পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণি প্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ২.৭৫ প্রাপ্ত হতে হবে; বিদেশ থেকে অর্জিত ডিগ্রি ধারীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের কপি জমা প্রদান করতে হবে;
৩) কোন প্রকার তদবির/সুপারিশ প্রার্থীর অযোগ্যতা প্রমাণ করবে এবং বয়স প্রমাণের জন্য কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়;
৪) আবেদনপত্র বাছাইয়ের পর শুধু উপযুক্ত বিবেচিত প্রার্থীদের লিখিত/মৌখিক পরীক্ষায় ডাকা হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না;
৫) কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে সিপিজিসিবিএল (কর্মচারী) চাকুরি বিধিমালা-২০১৭ এর বিধি-৪.১ (এফ) অনুযায়ী ব্যবস্থা গ্রহণসহ প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;
৬) প্রার্থীর অংশগ্রহণমূলক নেতৃত্বের গুণাবলি থাকতে হবে এবং বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতাসহ কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
আবেদন প্রক্রিয়া
- আবেদন করতে হবে http://cpgcbl.teletalk.com.bd থেকে
- আবেদন ফি ১,০০০ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে
- আবেদনপত্র গ্রহণের সময়সীমা ১৯/০৫/২০২৪ থেকে ১৯/০৬/২০২৪ রাত ১১.০০ পর্যন্ত
- লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এবং প্রবেশপত্রে সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানানো হবে
Link: https://alljobs.teletalk.com.bd/jobs/government/397?jobId=9095

- Bangladesh Investment Development Authority Job Circular 2025
- জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
- ELECTRICITY GENERATION COMPANY Job Circular 2025
bd job openings, all bd job,bd job application,all bd job circular 2024,bd job Bangladesh,bd jobs,bangla bd jobs,bd job bd,bd job s,bdjob bd, bd jobs today,bangladesh job,bd job bank,bd job circular,bd job circular 2024,bd job circular today,bd job circular today dhaka,bd job circular 2024 bangla,bd job cv format,bd jobs near me,bd job dhaka today,bd job education,bd job govt 2024,govt bd job news,bd job in Bangladesh,all govt job bd,govt job bdjobs,govt job alert bd,govt job all circular,govt job list in bangladesh,govt bd jobs,govt job circular bangla,bd govt job bd,govt job bd circular 2024,bd govt job preparation,online job in Bangladesh,bd jobs apply online,online job site in Bangladesh,sokol chakrir khobor 2024,chakrir khabor,ajker chakrir khobor,ajker chakrir khobor 2024,prothom alo chakrir khobor, chakri khobor,chakri khabar,sarkari chakri khabar,চাকরি
